• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ৩০ নভেম্বর, ২০২২

বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
আর্জেন্টিনা দল। ফালইল ছবি-ত্রিনদী।

কাতার বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। জয়ের বিকল্প ছাড়া কিছুই নেই তাদের হাতে। ড্র করলে হতে পারে মহাবিপদ। আজ   বুধবার ৯৭৪ স্টেডিয়ামে রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনারা ফাইনাল খেলেছেন বাজে সূচনার পরও। লিওনেল মেসিরা কী পারবেন ইতিহাসের পুনরাবৃত্তি করতে!

সি গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান পোল্যান্ডের। সমান ম্যাচে তিন পয়েন্ট আর্জেন্টিনার। সৌদি আরবেরও আছে তিন পয়েন্ট। মেক্সিকো এক পয়েন্ট নিয়ে সবার নিচে। তবে মেক্সিকোর সুবিধা হলো, তাদের প্রতিপক্ষ সৌদি আরব। যারা ঘটনাক্রমে আর্জেন্টিনাকে হারিয়ে দিলেও পোল্যান্ডের বিপক্ষেই নিজেদের সত্যিকারের রূপ মেলে দিয়েছে।

তবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফল যাই হোক, আর্জেন্টিনার বিপদ কমছে না। পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসিদের। বিশেষ করে মেক্সিকো একটু বড় ব্যবধানে জিতে গেলে আর্জেন্টিনা ড্র করলেও বিদায় নিতে পারে।

তবে লিওনেল মেসি এখন চাপমুক্ত, ফুরফুরে মেজাজে। নিজের মনের আনন্দ পুরো দলের মধ্যেই ছড়িয়ে দিচ্ছেন তিনি। দলের মধ্যে মেসির মতো অন্যরাও এখন বেশ চাপমুক্ত। বিশ্বকাপের ফেভারিট হিসেবে খেলতে এসে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজয় বেশ কোণঠাসা করে ফেলেছিল মেসিদের। তবে মেক্সিকো ম্যাচ ভালোভাবেই জিতেছে আলবেসিলেস্তরা।

গতকাল কোচ লিওনেল স্কালোনি এবং ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বলে গেলেন, দলের সবাই বেশ খোশ মেজাজে আছে। সময়টা উপভোগ করছে। লিওনেল স্কালোনি সবাইকে চাপমুক্ত থেকে খেলার কথা বলছেন। লিওনেল মেসিও ড্রেসিং রুমের পরিবেশটা হালকা রাখছেন। সবমিলিয়ে চনমনে একটা ভাব বিরাজ করছে আর্জেন্টিনা দলে। তবে সেই সঙ্গে সতর্কও থাকছে দলটা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!