হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড উপ-নির্বাচনে গণসংযোগে ব্যস্ত কাউন্সিলর প্রার্থী কাজী দুলাল

  • আপডেট: ০৮:০০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ১৭

নিজস্ব প্রতিবেদক :
হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড উপ-নির্বাচন জমে উঠেছে। আগামী ২৯ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার লক্ষে মাঠে রয়েছেন পাঁচ কাউন্সিলর প্রার্থী। এদের মধ্যে গত কয়েক দিন টানা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী দুলাল। ইতিমধ্যে টোরাগড় এলাকার ৮নং ওয়ার্ডের সর্বত্রয় ডালিম প্রতীকের প্রচার-প্রচারনা নিয়ে প্রার্থী কাজী দুলালসহ সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জ পূর্ব বাজার হইতে টোরাগড় এলাকার পৌর ভবনের সামনে দিয়ে পল্লী বিদ্যুৎ পশ্চিম মাথা পর্যন্ত প্রার্থীদের পোস্টারে চেয়ে গেছে। এর মধ্যে দৃষ্টি কাড়ে কাজী দুলালের ডালিম প্রতীকের দিকে। নতুন প্রার্থী হয়ে ইতিমধ্যে সাধারন মানুষের নজর কেড়েছেন তিনি।

জানা যায়, কাজী দুলাল গত কয়েক বছর ধরে কাউন্সিল পদে নির্বাচন করার লক্ষে বিভিন্ন সময়ে দান অনুদান প্রদান করে আসছেন। গ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গরীব ও দূঃস্থদের মাঝে সার্বিক সহযোগিতার হাত বাড়ি দিতেন। এলাকার মানুষের সুখে-দুঃখে কাজী দুলালকে পাশে পাবেন। এ প্রত্যাশায় আগামি ২৯ জুলাই ডালিম প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন স্থানীয়রা এমনটাই গুঞ্জন শোনা যায়।

এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা যায়, জয়-পরাজয় বুঝি না, আমাদের যোগ্য প্রার্থী হিসাবে কাজী দুলালকে দিয়ে এ ওয়ার্ডের উন্নয়নের চিত্র দেখতে চাই।

গনসংযোগ অবস্থায় কথা হয় ডালিম প্রতীকের প্রার্থী কাজী দুলাল, এ সময় তিনি বলেন, আমার ওয়ার্ডের সাধারন মানুষের প্রত্যাশায় আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। ইতিমধ্যে গনসংযোগে গিয়ে যে সাড়া পাচ্ছি সত্যি আমি মুগ্ধ।
আমি আশা প্রকাশ করছি সুষ্ঠু ভোটের মাধ্যমে কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকায় মাদক, বাল্য-বিবাহ, ইভটিজিং রোধে প্রধান ভূমিকা নিয়ে কাজ করে যাবো। সেই সাথে ওয়ার্ডবাসীর উন্নয়নের লক্ষে পৌর অনুদানের বাহিরে নিজ উদ্যাগে চেষ্টা থাকবে উন্নয়নমূলক কাজ করে যাওয়া। তাই আমার ওয়ার্ড বাসীর সার্বিক সহযোগিতা চাই এবং আগামি ২৯ জুলাই ডালিম প্রতীকে ভোট চাই।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, অতীতের সকল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে বিজয়ী করলে আমি এ ওয়ার্ডকে মাদক মুক্ত করবোই ইনশাআল্লাহ।

Tag :
সর্বাধিক পঠিত

ফরিদগঞ্জে মনোয়ারা রশিদ ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সম্মেলন

হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড উপ-নির্বাচনে গণসংযোগে ব্যস্ত কাউন্সিলর প্রার্থী কাজী দুলাল

আপডেট: ০৮:০০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড উপ-নির্বাচন জমে উঠেছে। আগামী ২৯ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার লক্ষে মাঠে রয়েছেন পাঁচ কাউন্সিলর প্রার্থী। এদের মধ্যে গত কয়েক দিন টানা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী দুলাল। ইতিমধ্যে টোরাগড় এলাকার ৮নং ওয়ার্ডের সর্বত্রয় ডালিম প্রতীকের প্রচার-প্রচারনা নিয়ে প্রার্থী কাজী দুলালসহ সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জ পূর্ব বাজার হইতে টোরাগড় এলাকার পৌর ভবনের সামনে দিয়ে পল্লী বিদ্যুৎ পশ্চিম মাথা পর্যন্ত প্রার্থীদের পোস্টারে চেয়ে গেছে। এর মধ্যে দৃষ্টি কাড়ে কাজী দুলালের ডালিম প্রতীকের দিকে। নতুন প্রার্থী হয়ে ইতিমধ্যে সাধারন মানুষের নজর কেড়েছেন তিনি।

জানা যায়, কাজী দুলাল গত কয়েক বছর ধরে কাউন্সিল পদে নির্বাচন করার লক্ষে বিভিন্ন সময়ে দান অনুদান প্রদান করে আসছেন। গ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গরীব ও দূঃস্থদের মাঝে সার্বিক সহযোগিতার হাত বাড়ি দিতেন। এলাকার মানুষের সুখে-দুঃখে কাজী দুলালকে পাশে পাবেন। এ প্রত্যাশায় আগামি ২৯ জুলাই ডালিম প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন স্থানীয়রা এমনটাই গুঞ্জন শোনা যায়।

এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা যায়, জয়-পরাজয় বুঝি না, আমাদের যোগ্য প্রার্থী হিসাবে কাজী দুলালকে দিয়ে এ ওয়ার্ডের উন্নয়নের চিত্র দেখতে চাই।

গনসংযোগ অবস্থায় কথা হয় ডালিম প্রতীকের প্রার্থী কাজী দুলাল, এ সময় তিনি বলেন, আমার ওয়ার্ডের সাধারন মানুষের প্রত্যাশায় আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। ইতিমধ্যে গনসংযোগে গিয়ে যে সাড়া পাচ্ছি সত্যি আমি মুগ্ধ।
আমি আশা প্রকাশ করছি সুষ্ঠু ভোটের মাধ্যমে কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকায় মাদক, বাল্য-বিবাহ, ইভটিজিং রোধে প্রধান ভূমিকা নিয়ে কাজ করে যাবো। সেই সাথে ওয়ার্ডবাসীর উন্নয়নের লক্ষে পৌর অনুদানের বাহিরে নিজ উদ্যাগে চেষ্টা থাকবে উন্নয়নমূলক কাজ করে যাওয়া। তাই আমার ওয়ার্ড বাসীর সার্বিক সহযোগিতা চাই এবং আগামি ২৯ জুলাই ডালিম প্রতীকে ভোট চাই।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, অতীতের সকল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে বিজয়ী করলে আমি এ ওয়ার্ডকে মাদক মুক্ত করবোই ইনশাআল্লাহ।