• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২২

পুজামণ্ডপে কোন দুষ্কৃতকারি যেনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ।ছবি-সুজন দাস।

সুজন দাস:
আসন্ন দুর্গা পুজা উপলক্ষে মঙ্গলবার দুপরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন হাজীগঞ্জ থানা পুলিশ।

মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুজামণ্ডপে কোন দুষ্কৃতকারি যেনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে। পুলিশের পাশা-পাশি থাকবে আনসার সদস্যরা। এ ছাড়াও প্রত্যেক পুজা মণ্ডপে থাকবে সিসি ক্যামেরা। বাড়ানো হবে পুলিশের টহল।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সার্বিক নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোটা. রুহিদাস বণিক।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সহ-সভপতি সঞ্জয় কর্মকার, প্রবীর কুমার সাহা (ফটিক), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর শাখার সভাপতি রাধা কান্ত দাস রাজু, সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, উপজেলা শাখার দপ্তর সম্পাদক সুজন দাস প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদেও সদস্য অনিক কুমার সাহা, এড. সুমন দেবনাথ (রাজু), রাখাল চন্দ্র শীল, প্রবীর সাহা, দুলাল চন্দ্র সূত্রধর, গণেশ চন্দ্র রায়, প্রবীর দেবনাথ, বিদেশ চন্দ্র সাহা, শ্যামল সাহা, মদন সাহা, উত্তম সরকার, শৈলেন চন্দ্র দাস, পুলিন্ড সরকার, রাজিব শর্মা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!