• ঢাকা
  • বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২২

হাজীগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর পক্ষ থেকে গীতা দান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মিঠন দাস :
চাঁদপুর জেলার হাজীগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ পক্ষ থেকে গীতা দান অনুষ্ঠান আজ শুক্রবার হাজীগঞ্জ উপজেলার পৌর মহাশশ্মান ঘাট সংলগ্ন ইসকনের অভনগরে সকালে অনুষ্ঠানটি সর্ম্পূন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দির, উচ্চঙ্গা এর অধ্যক্ষ শ্রী সুখময় কানাই দাসাধিকারী, প্রধান অতিথি উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার সভাপতি রোটা রুহিদাস বণিক, বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, দপ্তর সম্পাদক সুজন দাস, বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সাহা, আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দির, উচ্চঙ্গা ও অভয়নগরের ভূমি দাতা নাথেশ্বর গোবিন্দ দাস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কর্তৃক পরিচালত দুইটি শিক্ষালয়ের শিক্ষক মন্ত্রেসর বিশ্বন্ভর দাস উক্ত অনুষ্ঠানে সঞ্চলনা করেন শচিদুলাল গৌরাঙ্গ দাস, উক্ত অনুষ্ঠানে দুইটি গীতা শিক্ষালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। উক্ত অনুষ্টানে অধ্যক্ষ শ্রী সুখময় কানাই দাসাধিকারী বলেন গীতা আমাদের জীবনের প্রতিটি কাজে ব্যবহার করতে পারলে এ কাল ও পরো কালের জন্য শান্তি বার্তা নিয়ে আসেবে। গীতা চর্চার আমাদের প্রতিদিন করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ মানব কল্যাণ ও পারমার্থিক কল্যানে কাজ করবে এটা আমাদের প্রয়াস। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক বলেন আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে ধন্যবাদ জানাই আপনার যে ভাবে গীতা প্রচার করে যাচ্ছে আমাদের সনাতনীদের মাঝ এতে আমরা যারা ছোট বেলা থেকে গীতার হাতে ছুয়েও দেখিনি সেখানে ছোট ছোট ছেলে মেয়েরা গীতা পড়তে ও শিক্ষতে পাড়া যে চেষ্টা তা খুবি মুদ্ধকর বিষয়। ছোট ছোট ছেলে মেয়েদের মুখে এত সুন্দর গীতা পাঠ আমাদের ভাবিয়ে তোলে। আপনার সমাজেকে পরিবর্তন ও নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে তা প্রসংশার দাবিদার। অভিবাবকদের বলবে আপনার আপনাদের সন্তানের মঙ্গলের জন্য প্রতি সপ্তহে এই গীতা শিক্ষালয়ে গীতা শিক্ষার জন্য পাঠাবেন। আপনার সন্তারন নৈতিক শিক্ষা ও গীতা শিক্ষায় গ্রহণ করলে কখনোও বিপথে যাবেনা। অনুষ্টান শেষে বিশ্ব শান্তি কামনায় হরিনামযজ্ঞ ও সকলে মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!