• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ২৫ জুলাই, ২০২২

বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ছাড়া মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব নয়:  রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ছাড়া মানুষের জীবন মান উন্নয়ন সম্ভব নয়। মানুষকে সম্পদে পরিণত করতে হলে মানুষের কর্মক্ষমতার উৎকর্ষ সাধন করা একান্ত প্রয়োজন। আর এই উৎকর্ষতা বাড়ে তার কর্মদক্ষতা উন্নয়নের মাধ্যমে। শিক্ষা হল অত্যন্ত গরুত্বপূর্ণ উপাদান যার মাধ্যমে মানুষ অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন সাধন করতে পারে।

রবিবার (২৪ জুলাই) দুপুরে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া উচ্চ বিদ্যালয়ের ৩তল ভীত বিশিষ্ট ভবনের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ২৭ বছর আগে এসব গ্রাম এলাকার ছবি যদি কারো কাছে থাকে তাহলে তুলনা করে দেখবেন কতটা উন্নয়ন হয়েছে। নির্বাচনী এলাকার দু’টি উপজেলা, দু’টি পৌরসভা ও প্রত্যেকটি ইউনিয়নে আমার সাধ্যমত জনগণের দাবীগুলো পুরনের চেষ্টা করেছি। এসব এলাকার লোকজন আমার আত্মীয়। তাদের সাথে আমার আত্মার সম্পর্ক আছে। তা না হলে তারা কেন বার বার আমাকে নির্বাচিত করবেন।

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্য আলহাজ¦ আহসান হাবীব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, মির্জা জলিলুর রহমান দুলাল।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হাদি মিয়া, মানিক হোসেন প্রধানীয়া, মজিবুর রহমান, ইউসুফ প্রধানিয়া সুমন, একেএম মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি মো. মনির, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ আবু জাফর মুন্সি, মো. শাহ এমরান বাচ্চু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহা, পৌর যুবলীগের আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমূখ।

এ দিন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি সকাল ৯টায় রাজাপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভবন উদ্বোধন, সকাল সোয়া ১০টায় বলিয়া উচ্চ বিদ্যালয়ের ৩তলা একাডেমিক ভবন উদ্বোধন, বেলা সোয়া ১১টায় কংগাইশ রেল লাইন হাড়িয়াইন সড়ক উদ্বোধন করেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর
error: Content is protected !!