• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ১ জুলাই, ২০২২

হাজীগঞ্জে রাধা কৃষ্ণ জিউ মন্দিরের আয়োজনে ঐতিহ্যবাহী রথাযাত্রা মহোৎসব

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
হাজীগঞ্জে রাধা কৃষ্ণ জিউ মন্দিরের আয়োজনে ঐতিহ্যবাহী রথাযাত্রা মহোৎসব
হাজীগঞ্জ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে হাজীগঞ্জ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রথযাত্রা উপলে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কীর্তন ও পুজো অর্চনা পালন করেন।

রথযাত্রাটি উচ্চঙ্গা শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দিরের থেকে বের হয়ে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে হাজার হাজার ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে হাজীগঞ্জ পৌর শশ্মান ঘাট এলাকার অভয় নগর এসে পৌঁছায়।

রথ যাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথ যাত্রার শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর পরিচালিত শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দিরের উন্নয়ন ও প্রচার কমিটির সভাপতি, হাজীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি রোটা. রুহিদাস বনিক।

উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দিরের অধ্য সুধীর রঞ্জন দেবনাথ।

রথ যাত্রার পূর্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, যুগ্ম সম্পাদক রোটারিয়ান প্রাণকৃষ্ণ সাহা মনা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ পৌরসভা শাখার সভাপতি রাধা কান্ত দাস রাজু , সাধারণ সম্পাদক শ্যামল সাহা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!