• ঢাকা
  • বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জুন, ২০২২
সর্বশেষ আপডেট : ১৮ জুন, ২০২২

ইউক্রেনের সেনাবাহিনীর নিখোঁজ দুই মার্কিনির ভিডিও সম্প্রচার করলো রাশিয়া

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

গত সপ্তাহে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াই করার সময় নিখোঁজ দুই মার্কিনির ভিডিও সম্প্রচার করেছে রাশিয়ার একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল। তারা রাশিয়ান বাহিনীর হাতে বন্দি হয়েছে বলে দাবি করেছে মস্কো। খবর বিবিসির।

এর আগে শুক্রবার মার্কিন জো বাইডেন বলেছিলেন, তিনি আলেকজান্ডার ড্রুক এবং অ্যান্ডি হুইন নামেও ওই দুই অভিজ্ঞ মার্কিন সেনার খোঁজ পাচ্ছেন না।

আরটি চ্যানেলে কর্মরত রাশিয়ান সাংবাদিক রোমান কোসারেভের টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ড্রুককে বলতে শোনা গেছে, মা, আমি শুধু তোমাকে জানাতে চাই যে আমি বেঁচে আছি এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে যেতে চাই।

ওই মার্কিনিরা ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধরত বিদেশি সেনাদের অংশ বলেই মনে করা হচ্ছে।

এদিকে, ইউক্রেনে চলমান যুদ্ধে নিহত বিদেশি সেনাদের নিয়ে মুখ খুলেছে রাশিয়া। শুক্রবার রাশিয়া জানায়, ইউক্রেন যুদ্ধে প্রায় দুই হাজার বিদেশি সেনা নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ৬৪টি দেশের ছয় হাজার ৯৫৬ জন ‘ভাড়াটে সেনা এবং অস্ত্র বিশেষজ্ঞ’ ইউক্রেনে এসেছিলেন। তাদের মধ্যে ‘এক হাজার ৯৫৬ ইতোমধ্যে নিহত হয়েছেন’।

আর এক হাজার ৭৭৯ জন ইউক্রেন ছেড়ে চলে গেছেন বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনে সবচেয়ে বেশি ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে পোল্যান্ড। এরপরই আছে রোমানিয়া ও ব্রিটেন। এছাড়া কানাডা যুক্তরাষ্ট্র ও জর্জিয়া থেকেও ইউক্রেনে ভাড়াটে যোদ্ধা পাঠানো হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!