• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২২
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২২

আল কাউসার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা ও দোয়া

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

হাজীগঞ্জে আল কাউসার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা মীর হোসেন।

এর আগে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. মোজাম্মেল হোসেন পরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান।

স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রধানীয়ার সভাপতিত্বে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, আল কাউসার মাদরাসার অধ্যক্ষ গোলাম ফারুক ইয়াহহিয়া, আল কাউসার স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, মাধ্যমিক শাখার সমন্বয়কারী মো. কলিমুল্লাহ, প্রাথমিক শাখার ইনচার্জ মো. জামাল উদ্দিন।

সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীনের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক কাউসার আহমেদ, মোহেব্বুর রহমান কামাল, পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আতিকুজ্জামান, অধ্যয়নরতদের পক্ষে গাজী মাহমুদ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, পরীক্ষার্থী খালিদ সাইফুল্লাহ। বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় সিনিয়র সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, মো. ওমর ফারুক, সাইফুল ইসলাম মোল্লা, মাসুদুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, আমিনুল ইসলাম, মাও. ছফিউল্যাহ্সহ সকল শিক্ষক, পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর
error: Content is protected !!