২৫ জুন বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে:রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

  • আপডেট: ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • ৪৭

মহিউদ্দিন আল আজাদ॥
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, আগামী ২৫ জুন বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন। সেই দিনই উদ্বোধন হবে দেশের সর্ববৃহত পদ্মা সেতু। যেটির স্বপ্ন দেখছে ২০ কোটি বাঙ্গালি। শনিবার হাজীগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে তিনি আলোচনাসভায় একথা বলেন।

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম সকাল ৯টায় সদর ইউনিয়নের সালেহ আবাদ এনএম ফাযিল মাদরাসার ৪তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবন, সাড়ে ১০টায় বাকিলা ইউনিয়নের বোরখাল উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবন, দুপর সাড়ে ১২টায় মৈশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন, ১.২০টায় সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের উবর্ধমূখী সম্প্রসারণ ভবনের ভিত্তিপ্রস্তার স্থাপন, দুপর ২টায় সুহিলপুর এবিএস ফাযিল মাদরাসার ৪তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবন ও বিকেলে কলোচো উত্তর ইউনিয়নের মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় মেজর রফিক আরো বলেন, আমরা কাজ করি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আজকের যে, শিশুরা রয়েছে, তারা একদিন বড় হবে। তাদের লালিত স্বপ্নগুলো পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের শুধু লেখা-পড়া করে উচ্চ শিক্ষিত হলেই চলবেনা। তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। অন্যের দূঃখে-দূঃখী, অন্যের সুখে-সুখী হতে হবে। মানসম্মত শিক্ষাগ্রহণ করতে হবে।

তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তিতে কোন কাঁচা সড়ক থাকবেনা। পর্যায়ক্রমে সকল মাটির রাস্তাগুলোর পাকাকরণের কাজ সমাপ্ত হবে।

প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে শুধু নতুন প্রজন্মের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ।

হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ণের বিষয়ে তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ব্যাপক হারে উন্নয়ন হয়েছে। যা অতিতের কোন সরকার করতে পারেনি। তারা যদি কিছু কাজও করতো, তাহলে আমাদের উপর এতো চাপ-সৃষ্টি হতো না।

তিনি বলেন, আমি হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ১০ কিলোমিটার পাকা সড়ক পেয়েছি। এখন এ দু’উপজেলায় সাড়ে ৭’শ কিলোমিটার পাকা সড় রয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, দুই উপজেলায় ৭ শতাধিক ব্রীজ-কালর্ভাট, সাড়ে ৮ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করেছি।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় এ বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়াও অসম্পূর্ণ কাজগুলো দ্রুতই সম্পন্ন করা হবে। আমরা উন্নয়নের পাশাপাশি শান্তি-শৃঙ্খলাও নিশ্চিত করেছি। দুই উপজেলায় কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসায় হয়রানি করা হয়নি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিমউদ্দিন।

সকাল ৯টায় ছালেহ্ আবাদ এম.এন ফাযিল (ডিগ্রি) মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিার্থী হাফেজ মো. এমরান হোসেন।

মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মাদরাসার অধ্য মাও. মো. সগীর হোসাইন, শিার্থী উম্মে হাবীবা।

সকাল সাড়ে ১০ টায় বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, এসএসসি পরীার্থী মেহেদী হাসান, গীতা পাঠ করেন শিার্থী বৃষ্টি রানী সরকার।

সাবেক যুবলীগ নেতা নাজমুল আহসান নয়নের উপস্থাপনায় এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ খালেক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা. মুকবুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক একেএম আতিকুল্লাহ প্রমুখ।

দুপুর সাড়ে বারোটায় সুহিলপুর উচ্চ তিন তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, এসএসসি পরীার্থী মো. মেহরাজ হোসেন ও গীতা পাঠ করেন শিার্থী বিথি রানী দাস।

বক্তব্যের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক মো. জয়নাল আবেদীন টিটু, শিার্থী লিজা আক্তার, ওমর ফারুক। সহকারী শিক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমির হোসেনসহ সকল শিক ও শিার্থীরা উপস্থিত ছিলেন।
দুপুর দেড়টায় সুহিলপুর এবিএস ফাযিল মাদরাসা তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সমুনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর হোছাইন। সহকারী অধ্যাপক এস.এম চিশতীর উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, মাদরাসা পরিচালনা পর্ষদের বিদ্যেৎসাহী সদস্য মাও. সিফাত উল্যাহ্, শিক্ষার্থী মাহফুজা আক্তার ও আফসানা।

উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. জোবায়ের আহমেদ। এসময় মাদরাসার সহ-সভাপতি ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরীসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর মৈশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মোস্তফা কামাল মজুমদার, মজিবুর রহমান, মানিক হোসেন প্রধানীয়া, এ কে এম মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, আওয়ামী লীগ নেতা এম এ হাসেম, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত। এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

২৫ জুন বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে:রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

আপডেট: ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২

মহিউদ্দিন আল আজাদ॥
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, আগামী ২৫ জুন বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন। সেই দিনই উদ্বোধন হবে দেশের সর্ববৃহত পদ্মা সেতু। যেটির স্বপ্ন দেখছে ২০ কোটি বাঙ্গালি। শনিবার হাজীগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে তিনি আলোচনাসভায় একথা বলেন।

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম সকাল ৯টায় সদর ইউনিয়নের সালেহ আবাদ এনএম ফাযিল মাদরাসার ৪তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবন, সাড়ে ১০টায় বাকিলা ইউনিয়নের বোরখাল উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবন, দুপর সাড়ে ১২টায় মৈশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন, ১.২০টায় সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের উবর্ধমূখী সম্প্রসারণ ভবনের ভিত্তিপ্রস্তার স্থাপন, দুপর ২টায় সুহিলপুর এবিএস ফাযিল মাদরাসার ৪তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবন ও বিকেলে কলোচো উত্তর ইউনিয়নের মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় মেজর রফিক আরো বলেন, আমরা কাজ করি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আজকের যে, শিশুরা রয়েছে, তারা একদিন বড় হবে। তাদের লালিত স্বপ্নগুলো পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের শুধু লেখা-পড়া করে উচ্চ শিক্ষিত হলেই চলবেনা। তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। অন্যের দূঃখে-দূঃখী, অন্যের সুখে-সুখী হতে হবে। মানসম্মত শিক্ষাগ্রহণ করতে হবে।

তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তিতে কোন কাঁচা সড়ক থাকবেনা। পর্যায়ক্রমে সকল মাটির রাস্তাগুলোর পাকাকরণের কাজ সমাপ্ত হবে।

প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে শুধু নতুন প্রজন্মের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ।

হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ণের বিষয়ে তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ব্যাপক হারে উন্নয়ন হয়েছে। যা অতিতের কোন সরকার করতে পারেনি। তারা যদি কিছু কাজও করতো, তাহলে আমাদের উপর এতো চাপ-সৃষ্টি হতো না।

তিনি বলেন, আমি হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ১০ কিলোমিটার পাকা সড়ক পেয়েছি। এখন এ দু’উপজেলায় সাড়ে ৭’শ কিলোমিটার পাকা সড় রয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, দুই উপজেলায় ৭ শতাধিক ব্রীজ-কালর্ভাট, সাড়ে ৮ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করেছি।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় এ বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়াও অসম্পূর্ণ কাজগুলো দ্রুতই সম্পন্ন করা হবে। আমরা উন্নয়নের পাশাপাশি শান্তি-শৃঙ্খলাও নিশ্চিত করেছি। দুই উপজেলায় কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসায় হয়রানি করা হয়নি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিমউদ্দিন।

সকাল ৯টায় ছালেহ্ আবাদ এম.এন ফাযিল (ডিগ্রি) মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিার্থী হাফেজ মো. এমরান হোসেন।

মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মাদরাসার অধ্য মাও. মো. সগীর হোসাইন, শিার্থী উম্মে হাবীবা।

সকাল সাড়ে ১০ টায় বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, এসএসসি পরীার্থী মেহেদী হাসান, গীতা পাঠ করেন শিার্থী বৃষ্টি রানী সরকার।

সাবেক যুবলীগ নেতা নাজমুল আহসান নয়নের উপস্থাপনায় এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ খালেক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা. মুকবুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক একেএম আতিকুল্লাহ প্রমুখ।

দুপুর সাড়ে বারোটায় সুহিলপুর উচ্চ তিন তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, এসএসসি পরীার্থী মো. মেহরাজ হোসেন ও গীতা পাঠ করেন শিার্থী বিথি রানী দাস।

বক্তব্যের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক মো. জয়নাল আবেদীন টিটু, শিার্থী লিজা আক্তার, ওমর ফারুক। সহকারী শিক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমির হোসেনসহ সকল শিক ও শিার্থীরা উপস্থিত ছিলেন।
দুপুর দেড়টায় সুহিলপুর এবিএস ফাযিল মাদরাসা তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সমুনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর হোছাইন। সহকারী অধ্যাপক এস.এম চিশতীর উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, মাদরাসা পরিচালনা পর্ষদের বিদ্যেৎসাহী সদস্য মাও. সিফাত উল্যাহ্, শিক্ষার্থী মাহফুজা আক্তার ও আফসানা।

উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. জোবায়ের আহমেদ। এসময় মাদরাসার সহ-সভাপতি ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরীসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর মৈশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মোস্তফা কামাল মজুমদার, মজিবুর রহমান, মানিক হোসেন প্রধানীয়া, এ কে এম মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, আওয়ামী লীগ নেতা এম এ হাসেম, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত। এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।