বিশেষ প্রতিনিধি:
হাজীগঞ্জের সালেহআবাদ এনএম ফাযিল মাদারাসার নব-নির্মিত ৪তলা ভীত বিশিষ্ট তলা ভবনের উদ্বোধন করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিনি এ বহুতল ভবনের উদ্বোধন করেন। এরপর মাদরাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনা ও উদ্দিপনামূলক বক্তব্য রাখেন, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশদুল ইসলাম।
মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মাদরাসার অধ্য মাও. মো. সগীর হোসাইন, শিক্ষার্থী উম্মে হাবীবা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন।
এছাড়াও বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাসেম হাসু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মাদরাসা পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি’সহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।