হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের বোরখাল উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে শনিবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য এ একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. মেহেদী হাসান, শিক্ষার্থী বৃষ্টি রানী সরকার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন।
সাবেক যুবলীগ নেতা নাজমুল আহসান নয়নের উপস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ খালেক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা. মুকবুল হোসেন, প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম আতিকুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মধ্যে বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কালাম, পরিচালনা পর্ষদের সদস্য সাইফুর রহমান, হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি, ওমর ফারুক, শাহনারা আক্তার, সহকারী শিক্ষক আব্দুল কাদের, সুরুজ্জামান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খান রনিসহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।