লোকমুখে প্রবাদ আছে, “রাখে আল্লাহ, মারেকে”। অবিশ্বাস্য হলেও সত্য। এমনি এক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জেলায়। জেলার সদর উপজেলার উজলপুর গ্রামে এক বছর বয়সি শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে।
মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে ওই গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে শিশু জান্নাতুল ফেরদৌস সুস্থ আছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণ রেখেছেন চিকিৎসকরা।
শিশু জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন।
শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরের মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে দুইজনেই খাটের নিচে চলে যায়। এ সময় খাটের নিচে থাকা একটি গোখরা সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় সে।
পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।
সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন জানান, শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে কয়েকঘণ্টা পর্যবেক্ষণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।