গভীর রাতে হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ছাই

  • আপডেট: ০২:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ২৩

মো. জহির হোসেন॥
হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসত ঘর ও পাকঘরসহ ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মধ্য বড়কুল তোরাবালী বেপারী বাড়ির প্রবাসী সুমনের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে একে একে পুড়ে যায় ওমান প্রবাসী হানিফ, টাইলস মিস্ত্রি আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘর।

কুয়েত প্রবাসী সুমন, ওমান প্রবাসী হানিফ, টাইলস্ মিস্ত্রী আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘরে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

গভির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

টাইলস্ মিস্ত্রী আরিফ জানান চোখের সামনেই আগুনে আমার জীবনের সকল উপার্জন কেড়ে নিয়েছে। কিছুই রক্ষা করতে পারিনি। শুধু পরিবারের সদস্যদের ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে। ৫ লাখ টাকা লোন নিয়ে ঘরটি করেছি। আমার সামনেই পুড়ে ছাই হয়ে গেছে আমার স্বপ্ন।

তিগ্রস্ত সুমন, হানিফ ও আরিফের মা, স্ত্রী ও সন্তানরা মিলে ১৩ সদস্যের পরিবার। তাদের দুপুরে একবেলা খাবার, গোসল করে পড়ার মতো কোন বস্ত্রও তাদের নেই। সবই কেড়ে নিয়েছে আগুণে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসেন, ইউপি চেয়াম্যান মো. মজিবুর রহমান।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন। তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান রনি ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন।

Tag :
সর্বাধিক পঠিত

বন্যা পূনবার্সন পরিস্থিতিতে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন উপজেলায় কার্যক্রম অব্যাহত থাকবে-বিগ্রেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার

গভীর রাতে হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ছাই

আপডেট: ০২:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

মো. জহির হোসেন॥
হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসত ঘর ও পাকঘরসহ ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মধ্য বড়কুল তোরাবালী বেপারী বাড়ির প্রবাসী সুমনের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে একে একে পুড়ে যায় ওমান প্রবাসী হানিফ, টাইলস মিস্ত্রি আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘর।

কুয়েত প্রবাসী সুমন, ওমান প্রবাসী হানিফ, টাইলস্ মিস্ত্রী আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘরে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

গভির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

টাইলস্ মিস্ত্রী আরিফ জানান চোখের সামনেই আগুনে আমার জীবনের সকল উপার্জন কেড়ে নিয়েছে। কিছুই রক্ষা করতে পারিনি। শুধু পরিবারের সদস্যদের ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে। ৫ লাখ টাকা লোন নিয়ে ঘরটি করেছি। আমার সামনেই পুড়ে ছাই হয়ে গেছে আমার স্বপ্ন।

তিগ্রস্ত সুমন, হানিফ ও আরিফের মা, স্ত্রী ও সন্তানরা মিলে ১৩ সদস্যের পরিবার। তাদের দুপুরে একবেলা খাবার, গোসল করে পড়ার মতো কোন বস্ত্রও তাদের নেই। সবই কেড়ে নিয়েছে আগুণে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসেন, ইউপি চেয়াম্যান মো. মজিবুর রহমান।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন। তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান রনি ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন।