মো. জহির হোসেন॥
মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা হলো উন্নয়ণের রোল মডেল। নতুন প্রজন্মের জন্য আমাদের সকল উন্নয়ন। এ নতুন প্রজন্মই গড়ে তুলবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ।
তিনি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জের ১নং রাজারগাঁও ইউনিয়ন ও দ্বাদশগ্রাম ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়ণমুলক কাজের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ২৫জুন পদ্মা সেতুর উদ্বোধন হবে। পদ্মা সেতু উদ্বোধন হলে বিশ্বে বাংলাদেশ হবে অন্যতম অর্থনৈতিক প্রভাবশালী দেশ। শেখ হাসিনের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে।
মেজর রফিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে শুধু নতুন প্রজন্মের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ।
হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ণের বিষয়ে তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ব্যাপক হারে উন্নয়ন হয়েছে। যা অতিতের কোন সরকার করতে পারেনি। তারা যদি কিছু কাজও করতো, তাহলে আমাদের উপর এতো চাপ-সৃষ্টি হতো না।
তিনি বলেন, আমি যখন প্রথম সংসদ হয়েছি তখন হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ৮ কিলোমিটার পাকা সড়ক পেয়েছি। এখন এ দু’উপজেলায় সাড়ে ৬’শ কিলো মিটার পাকা সড়ক রয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, দুই উপজেলায় ৭ শতাধিক ব্রীজ-কালর্ভাট ও সাড়ে ৮ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করেছি।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়াও অসম্পূর্ণ কাজগুলো দ্রুতই সম্পন্ন করা হবে। আমরা উন্নয়নের পাশা-পাশি শান্তি-শৃঙ্খলাও নিশ্চিত করেছি। দুই উপজেলায় কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসায় হয়রানি করা হয়নি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবু তাহের, জেলা আওয়ামী লীগের কোষাধ্য রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, মানিক হোসেন প্রধানীয়া ও খোরশেদ আলম বকাউল, শিল্পপতি হুমায়ুন কবির লিটন।
এছাড়াও উত্তর পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুস সালাম।
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য কাজী মো. ওয়ালী উল্যাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক মো. শাহপরান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহজালাল চৌধুরী মানিক প্রমুখ।
রাজারগাঁও ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আরো বক্তব্য রাখেন, মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হান্নান পাটওয়ারী, শিার্থী মো. আল-আমিন প্রমুখ।
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়ার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সদস্য সেলিম প্রধানীয়া, মোস্তাফিজুর রহমান শামিম ও মোহাম্মদ আনিসুজ্জামান শিশির, ভারপ্রাপ্ত প্রধান শিক মোহাম্মদ শাহআলম মিজি, সহকারী শিক মো. রবিউল আউয়াল বিপ্লব প্রমুখ।
মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সার্জেন্ট (অব.) আব্দুর রব মিয়ার সভাপতিত্বে চারতলা নব-নির্মিত ভবন এবং আহমেদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল হাদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা সহকারী শিা কর্মকর্তা মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি মো. মনির, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু।
এ সময় উপস্থিত ছিলেন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাজন চন্দ্র সাহা, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সুজন, চঞ্চল, আলী হায়দার, শরীফুল ইসলাম প্রমুখ।
ইউনিয়ন যুবলীগ নেতা শাহনেওয়াজ মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মাহফুজুর রহমান মিলন, উপ-দপ্তর সম্পাদক নুরুন্নবী, সহ-সম্পাদক মো. আব্দুস সালামসহ উপজেলা, পৌর এবং রাজারগাঁও ও দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক।