রুশ মিসাইল হামলায় লভিবে সেনা স্থাপনা ‘পুরোপুরি ধ্বংস’

  • আপডেট: ০৯:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ৫১

রাশিয়ার মিসাইল হামলায় লভিভে একটি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। লভিভের আঞ্চলিক গভর্নর মাকসায়েম কোজইয়াতস্কি টেলিগ্রামে জানিয়েছেন এ তথ্য।

গত কয়েকদিনে রাশিয়া ইউক্রেনের পূর্ব দিকে হামলা চালিয়ে যাচ্ছে এবং তাদের সব মনোযোগ এখন সেদিকে দিয়েছে।

পূর্ব দিকেই রয়েছে দোনবাস প্রদেশ। রাশিয়া ঘোষণা দিয়েছে পুরো দোনবাস দখল করবে।

কিন্তু পূর্ব দিকে অভিযান চালালেও পশ্চিম দিকে অবস্থিত লভিভেও বিক্ষিপ্ত হামলা চালাচ্ছে তারা।

লভিভে সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে আঞ্চলিক গভর্নর মাকসায়েম কোজইয়াতস্কি বলেছেন, লভিভ অঞ্চলে একটি সামরিক স্থাপনায় শত্রুদের চারটি মিসাইল আঘাত হানে। স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আঞ্চলিক গভর্নর মাকসায়েম কোজইয়াতস্কি আরও বলেছেন, রাশিয়ার চারটি মিসাইল আঘাত হানতে সক্ষম হলেও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি মিসাইলকে আটকে দিতে সমর্থ হয়।

এদিকে এর আগে গভর্নর মাকসায়েম কোজইয়াতস্কি রোববার স্থানীয় সময় সকালে জানান, ভোর বেলা লভিভে মিসাইল হামলা চালায় রাশিয়া।

সূত্র: বিবিসি

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কলেজে ছাত্রদলের উপর ছাত্র শিবিরের হামলা

রুশ মিসাইল হামলায় লভিবে সেনা স্থাপনা ‘পুরোপুরি ধ্বংস’

আপডেট: ০৯:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

রাশিয়ার মিসাইল হামলায় লভিভে একটি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। লভিভের আঞ্চলিক গভর্নর মাকসায়েম কোজইয়াতস্কি টেলিগ্রামে জানিয়েছেন এ তথ্য।

গত কয়েকদিনে রাশিয়া ইউক্রেনের পূর্ব দিকে হামলা চালিয়ে যাচ্ছে এবং তাদের সব মনোযোগ এখন সেদিকে দিয়েছে।

পূর্ব দিকেই রয়েছে দোনবাস প্রদেশ। রাশিয়া ঘোষণা দিয়েছে পুরো দোনবাস দখল করবে।

কিন্তু পূর্ব দিকে অভিযান চালালেও পশ্চিম দিকে অবস্থিত লভিভেও বিক্ষিপ্ত হামলা চালাচ্ছে তারা।

লভিভে সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে আঞ্চলিক গভর্নর মাকসায়েম কোজইয়াতস্কি বলেছেন, লভিভ অঞ্চলে একটি সামরিক স্থাপনায় শত্রুদের চারটি মিসাইল আঘাত হানে। স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আঞ্চলিক গভর্নর মাকসায়েম কোজইয়াতস্কি আরও বলেছেন, রাশিয়ার চারটি মিসাইল আঘাত হানতে সক্ষম হলেও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি মিসাইলকে আটকে দিতে সমর্থ হয়।

এদিকে এর আগে গভর্নর মাকসায়েম কোজইয়াতস্কি রোববার স্থানীয় সময় সকালে জানান, ভোর বেলা লভিভে মিসাইল হামলা চালায় রাশিয়া।

সূত্র: বিবিসি