• ঢাকা
  • শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মে, ২০২২
সর্বশেষ আপডেট : ৯ মে, ২০২২

পশ্চিমারা ক্রিমিয়া ও রাশিয়ায় আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল দাবী পুতিনের

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ইউক্রেনে তারা হামলা করার কারণ হিসেবে পুতিন বলেন ইউক্রেনকে ব্যবহার করে ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখন্ডে আঘাত করার পরিকল্পনা করছিল পশ্চিমারা।

রাশিয়ার মস্কোর রেড স্কয়ারে রোববার বিজয় দিবস উদযাপন করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে ৯ মে জয় পায় বর্তমান রাশিয়া ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।

ফলে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান বা হামলা চালানো জরুরি হয়ে পড়েছিল। এ ব্যাপারে পুতিন বলেন, পশ্চিমারা ক্রিমিয়াসহ আমাদের ভূখন্ডে হামলা করার পরিকল্পনা করছিল। তবে নিজের এমন দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি রুশ প্রেসিডেন্ট।

তাছাড়া বিজয় দিবসের প্যারেডে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোরও সমালোচনা করেছেন প্রেসিডেন্ট পুতিন। ন্যাটোর ব্যাপারে পুতিন বলেন, রাশিয়ার চারদিকে নিজেদের পরিধি বাড়িয়ে অগ্রহণযোগ্য হুমকি তৈরি করেছে ন্যাটো।

বিজয় দিবস উপলক্ষ্যে কুঁচকাওয়াজে অংশ নিতে রেড স্কয়ারে সমবেত হওয়া সেনাদের উদ্দেশে পুতিন বলেন, ইউক্রেনে নাৎসীবাদীদের বিরুদ্ধে লড়ছে রুশ সেনারা।

পুতিন আরও বলেন, যেন আরেকটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্বকে দেখতে না হয় তার জন্য সবকিছু করা অনেক গুরুত্বপূর্ণ ছিল।

সূত্র: আল জাজিরা, বিবিসি

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!