অবশেষে সুর নরম করে পিছু হটছে যুক্তরাষ্ট্র

  • আপডেট: ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ২০

রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ মস্কভায় হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দিতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এনবিসি নিউজের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে আল জাজিরা।

খবর বের হয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতেই ইউক্রেন মস্কভায় হামলা চালিয়েছে। তবে এমন দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। তারা জানিয়েছে, মস্কভায় হামলা চালাতে ইউক্রেনকে তারা কোনো তথ্য দেননি।

এ ব্যাপারে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, আমরা মস্কভায় হামলা চালাতে ইউক্রেনকে কোনো নির্দিষ্ট তথ্য দেইনি। মস্কভা ডুবিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত বা অপারেশন চালানোর যে সিদ্ধান্ত ইউক্রেন নিয়েছিল তার সঙ্গে আমরা জড়িত নই। জাহাজে হামলা চালানোর পূর্ব কোনো তথ্য আমাদের কাছে ছিল না।

এদিকে ইউক্রেন দাবি করেছিল দুটি নেপচুন মিসাইল ছুড়ে রাশিয়ার বিশাল রণতরী মস্কভাতে হামলা চালায় তারা।

এরপর এটি সংস্কার করার জন্য পোর্টের দিকে নিয়ে যাওয়ার সময় ডুবে যায়। যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় অস্ত্রাগারে বিস্ফোরণ হয়ে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

জাহাজে হামলা চালানোর ব্যাপারে পেন্টাগন প্রেস সেক্রেটারি আরও বলেছেন, রাশিয়ান জাহাজের অবস্থান জানা ও এটিতে হামলা করার সক্ষমতা ইউক্রেনের আছে। মস্কভার ক্ষেত্রে এটিই হয়েছে।

সূত্র: সিএনএন

Tag :
সর্বাধিক পঠিত

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর যা করতে পারবে সেনাবাহিনী

অবশেষে সুর নরম করে পিছু হটছে যুক্তরাষ্ট্র

আপডেট: ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ মস্কভায় হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দিতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এনবিসি নিউজের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে আল জাজিরা।

খবর বের হয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতেই ইউক্রেন মস্কভায় হামলা চালিয়েছে। তবে এমন দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। তারা জানিয়েছে, মস্কভায় হামলা চালাতে ইউক্রেনকে তারা কোনো তথ্য দেননি।

এ ব্যাপারে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, আমরা মস্কভায় হামলা চালাতে ইউক্রেনকে কোনো নির্দিষ্ট তথ্য দেইনি। মস্কভা ডুবিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত বা অপারেশন চালানোর যে সিদ্ধান্ত ইউক্রেন নিয়েছিল তার সঙ্গে আমরা জড়িত নই। জাহাজে হামলা চালানোর পূর্ব কোনো তথ্য আমাদের কাছে ছিল না।

এদিকে ইউক্রেন দাবি করেছিল দুটি নেপচুন মিসাইল ছুড়ে রাশিয়ার বিশাল রণতরী মস্কভাতে হামলা চালায় তারা।

এরপর এটি সংস্কার করার জন্য পোর্টের দিকে নিয়ে যাওয়ার সময় ডুবে যায়। যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় অস্ত্রাগারে বিস্ফোরণ হয়ে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

জাহাজে হামলা চালানোর ব্যাপারে পেন্টাগন প্রেস সেক্রেটারি আরও বলেছেন, রাশিয়ান জাহাজের অবস্থান জানা ও এটিতে হামলা করার সক্ষমতা ইউক্রেনের আছে। মস্কভার ক্ষেত্রে এটিই হয়েছে।

সূত্র: সিএনএন