রাশিয়ার তেল-গ্যাসের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞার আহ্বান

  • আপডেট: ০৮:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ৪৬

অনলাইন ডেস্কঃ

রাশিয়ার তেল ও গ্যাসের ওপর সম্পূর্ণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের অর্থমন্ত্রী সেরহি মার্চেঙ্কো। শুক্রবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। খবর বার্তা সংস্থা রয়টার্স ও ইউএস নিউজের।

মার্চেঙ্কো জানান, ১০ সপ্তাহের যুদ্ধের পর ইউক্রেন তার বাজেটের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে এবং বিদেশ থেকে যে পরিমাণ আর্থিক সহায়তা আসছে তাতে অর্থমন্ত্রী হিসেবে মার্চেঙ্কো এতে সন্তুষ্ট হতে পারছেন না।

তিনি বলেন, রাশিয়ার ওপর যে পরিমাণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা পর্যাপ্ত নয়। কারণ সারা বিশ্বে তেল এবং প্রাকৃতিক গ্যাসের উচ্চমূল্য হওয়ার কারণে মস্কোর বাজেট উদ্বৃত্ত আছে এবং তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে।

মার্চেঙ্কো বলেন, রাশিয়ান ফেডারেশন থেকে গ্যাস এবং তেল কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তাহলে যুদ্ধে অর্থায়নের সম্ভাবনা দূর করা সম্ভব হবে।

ওয়াশিংটন এবং ইউরোপীয় মিত্রদের অর্থনৈতিক পদক্ষেপ রাশিয়ার ১.৮ ট্রিলিয়ন অর্থনীতিকে বাধাগ্রস্ত করেছে। আর অন্যদিকে ইউক্রেন সেনাদের জন্য বিলিয়ন ডলারের সামরিক সহায়তা রাশিয়ার আক্রমণকে স্তিমিত করতে সাহায্য করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

রাশিয়ার তেল-গ্যাসের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞার আহ্বান

আপডেট: ০৮:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

অনলাইন ডেস্কঃ

রাশিয়ার তেল ও গ্যাসের ওপর সম্পূর্ণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের অর্থমন্ত্রী সেরহি মার্চেঙ্কো। শুক্রবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। খবর বার্তা সংস্থা রয়টার্স ও ইউএস নিউজের।

মার্চেঙ্কো জানান, ১০ সপ্তাহের যুদ্ধের পর ইউক্রেন তার বাজেটের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে এবং বিদেশ থেকে যে পরিমাণ আর্থিক সহায়তা আসছে তাতে অর্থমন্ত্রী হিসেবে মার্চেঙ্কো এতে সন্তুষ্ট হতে পারছেন না।

তিনি বলেন, রাশিয়ার ওপর যে পরিমাণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা পর্যাপ্ত নয়। কারণ সারা বিশ্বে তেল এবং প্রাকৃতিক গ্যাসের উচ্চমূল্য হওয়ার কারণে মস্কোর বাজেট উদ্বৃত্ত আছে এবং তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে।

মার্চেঙ্কো বলেন, রাশিয়ান ফেডারেশন থেকে গ্যাস এবং তেল কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তাহলে যুদ্ধে অর্থায়নের সম্ভাবনা দূর করা সম্ভব হবে।

ওয়াশিংটন এবং ইউরোপীয় মিত্রদের অর্থনৈতিক পদক্ষেপ রাশিয়ার ১.৮ ট্রিলিয়ন অর্থনীতিকে বাধাগ্রস্ত করেছে। আর অন্যদিকে ইউক্রেন সেনাদের জন্য বিলিয়ন ডলারের সামরিক সহায়তা রাশিয়ার আক্রমণকে স্তিমিত করতে সাহায্য করেছে।