• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ মে, ২০২২
সর্বশেষ আপডেট : ৫ মে, ২০২২

হাজীগঞ্জে মায়ের হাত থেকেই বেপেরোয়া বোগদাদ বাস কেড়ে নিলো ইলমার জীবন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন। ছবি-নতুনেরকথা।

হাজীগঞ্জের বাকিলায় মায়ের হাত থেকেই বেপেরোয়া বোগদাদ মাস কেড়ে নিলো ইলমার জীবন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা গোগরা নামক স্থানে। শিশু ইলমা স্থানীয় গোগরা গ্রামের তালতলা বাড়ির সিএনজি স্কুটার চালক মুরাদের মেয়ে।

বাকিলা বাজারের ব্যবসায়ী ডা. অমল কান্তি ধর বলেন, সকাল ১১টার দিকে মায়ের সাথে বাকিলা বাজারের উদ্দেশ্যে বের হয় ৭ বছর বয়সি ইলমা।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উঠে সড়কের পাশে দাঁড়ায় অটোরিক্সার জন্য মায়ের হাত ধরে অপেক্ষা করছিলো মা ও মেয়ে। এ সময় ইলমার মা সাথী বেগমের কোলে ছিল ৩ বছর বয়সী আরেক ছেলে। চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাস (ঢাকা মেট্টো-ব ১৫-৭২২৫ ) শিশুটিকে মায়ের সামনেই বাড়ী মেরে রাস্তায় ফেলে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে শিশুটির ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ঘটনার পর বাকিলা বাজারে বোগদাদ বাসটি রেখে পালিয়ে যায় ড্রাইভার ও হেলপার।

প্রতিবাদে তাৎক্ষণি সড়ক অবরোধ করে স্থানীয়রা। খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় রাস্তার অবরোধ তুলে দেয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, বোগদাদ বাসটি আটক আছে। নিহত শিশু ইলমার মৃতদেহ হাজীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। নিহত শিশুটির পরিবার মামলা করলে মামলা নেয়া হবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!