মান্নাতে ভক্তদের সাথে ঈদ সাক্ষাত করলেন বলিউড বাদশা

  • আপডেট: ১২:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • ৫৮

এবারই নতুন নয়, প্রতি বছরই ঈদে মান্নাতের বাইরে ভিড় জমান বলিউড অভিনেতা শাহরুখের ভক্তরা। তার এক ঝলক দর্শন পেতে সকাল থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা।

কোনোবারই ভক্তদের নিরাস করেন না শাহরুখ। তবে গত বছর জন্মদিনে তার দেখা না পেয়ে মন ভেঙেছিল ভক্তদের। সেই ভাঙা মনকে মনভালোয় পরিণত করলেন কিং খান।

পাঠানের শুটিং শেষে তার দেখা পাওয়া যাচ্ছিল না। শুরু হতে চলেছে রাজকুমার হিরানির আগামী ছবির শুটিং। অনেকের ধারণা ছিল, লুকে পরিবর্তন এনেছেন বলে ভক্তদের সামনে আসতে চাইছেন না শাহরুখ। সেই ধারণাকে বদলে দিয়ে একেবারে চেনা মেজাজে ধরা দিলেন তিনি।

সকাল থেকেই মান্নাতের সামনে হাজার হাজার মানুষের ভিড়। সেই ভিড় সামাল দিতে কষ্ট পোহাতে হয়েছে পুলিশকে। সন্ধ্যা নামার আগে ভক্তদের সামনে আসেন শাহরুখ। চিরাচরিত নিয়মেই মান্নাতের বাইরে এসে সালাম জানালেন তিনি।

পরনে ব্লু ডেনিম ও ব্লু টিশার্ট, চোখে সানগ্লাস। প্রিয় তারকাকে এক ঝলক দেখেই ভক্তদের বাঁধ ভাঙল উচ্ছ্বাসের। ভক্তদের সঙ্গে গ্রুপ সেলফি তুলে পোস্ট করেন কিং খান নিজেই। সবার জন্য দোয়াও করলেন সুপারস্টার।
সূত্র: হিন্দুস্তান টাইম

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

মান্নাতে ভক্তদের সাথে ঈদ সাক্ষাত করলেন বলিউড বাদশা

আপডেট: ১২:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২

এবারই নতুন নয়, প্রতি বছরই ঈদে মান্নাতের বাইরে ভিড় জমান বলিউড অভিনেতা শাহরুখের ভক্তরা। তার এক ঝলক দর্শন পেতে সকাল থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা।

কোনোবারই ভক্তদের নিরাস করেন না শাহরুখ। তবে গত বছর জন্মদিনে তার দেখা না পেয়ে মন ভেঙেছিল ভক্তদের। সেই ভাঙা মনকে মনভালোয় পরিণত করলেন কিং খান।

পাঠানের শুটিং শেষে তার দেখা পাওয়া যাচ্ছিল না। শুরু হতে চলেছে রাজকুমার হিরানির আগামী ছবির শুটিং। অনেকের ধারণা ছিল, লুকে পরিবর্তন এনেছেন বলে ভক্তদের সামনে আসতে চাইছেন না শাহরুখ। সেই ধারণাকে বদলে দিয়ে একেবারে চেনা মেজাজে ধরা দিলেন তিনি।

সকাল থেকেই মান্নাতের সামনে হাজার হাজার মানুষের ভিড়। সেই ভিড় সামাল দিতে কষ্ট পোহাতে হয়েছে পুলিশকে। সন্ধ্যা নামার আগে ভক্তদের সামনে আসেন শাহরুখ। চিরাচরিত নিয়মেই মান্নাতের বাইরে এসে সালাম জানালেন তিনি।

পরনে ব্লু ডেনিম ও ব্লু টিশার্ট, চোখে সানগ্লাস। প্রিয় তারকাকে এক ঝলক দেখেই ভক্তদের বাঁধ ভাঙল উচ্ছ্বাসের। ভক্তদের সঙ্গে গ্রুপ সেলফি তুলে পোস্ট করেন কিং খান নিজেই। সবার জন্য দোয়াও করলেন সুপারস্টার।
সূত্র: হিন্দুস্তান টাইম