নিষেধাজ্ঞায় পুতিনের চেয়েও ক্ষতি হচ্ছে আমাদের বেশী জার্মান অর্থ মন্ত্রী

  • আপডেট: ০৯:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ৩৭

যত দ্রুত সম্ভব রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করে দেবে জার্মানি। কিন্তু এই মুহূর্ত থেকে গ্যাস আমদানি বন্ধ করা সম্ভব নয়। বুধবার এমন কথা জানান জার্মানির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডার।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন জানান, রাশিয়ার তেল ও গ্যাসের ওপর পরবর্তীতে নিষেধাজ্ঞা দেবে ইউরোপীয় ইউনিয়ন।

আপাতত তারা রাশিয়ার কয়লার ওপর নিষেধাজ্ঞা দেবেন।

ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রধানের এমন বক্তব্যের পরই জার্মানির অর্থমন্ত্রী জানালেন, তারা এখনই রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে না।

জার্মানির অর্থমন্ত্রী দেশটির অর্থনীতি মন্ত্রীর কথার উদ্ধৃতি দিয়ে বলেন, জার্মানি যদি এই মুহূর্তে রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করে দেয় তাহলে দেশটির অর্থনীতি পুরোপুরি ভেঙে যাবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ‘আমরা পুতিনের ক্ষতি করতে গিয়ে নিজেদের ক্ষতি করছি কিনা’।

তিনি আরও বলেন, আমরা এমন কৌশল অনুসরণ করছি যেটি আমরা কয়েক সপ্তাহ চালিয়ে যেতে পারব না। সম্ভবত কয়েক বছর।

জার্মানির অর্থমন্ত্রী আরও জানান, যদি শুধুমাত্র আমার মনকে অনুসরণ করতে পারতাম, তাহলে এই মুহূর্তে সবকিছুর ওপর নিষেধাজ্ঞা থাকত। কিন্তু এ বিষয়টিও নিয়ে সন্দেহ আছে, নিষেধাজ্ঞা কি অল্প সময়ের জন্যও যুদ্ধ থামাতে পারবে।

সূত্র: সিএনএন

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

নিষেধাজ্ঞায় পুতিনের চেয়েও ক্ষতি হচ্ছে আমাদের বেশী জার্মান অর্থ মন্ত্রী

আপডেট: ০৯:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

যত দ্রুত সম্ভব রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করে দেবে জার্মানি। কিন্তু এই মুহূর্ত থেকে গ্যাস আমদানি বন্ধ করা সম্ভব নয়। বুধবার এমন কথা জানান জার্মানির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডার।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন জানান, রাশিয়ার তেল ও গ্যাসের ওপর পরবর্তীতে নিষেধাজ্ঞা দেবে ইউরোপীয় ইউনিয়ন।

আপাতত তারা রাশিয়ার কয়লার ওপর নিষেধাজ্ঞা দেবেন।

ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রধানের এমন বক্তব্যের পরই জার্মানির অর্থমন্ত্রী জানালেন, তারা এখনই রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে না।

জার্মানির অর্থমন্ত্রী দেশটির অর্থনীতি মন্ত্রীর কথার উদ্ধৃতি দিয়ে বলেন, জার্মানি যদি এই মুহূর্তে রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করে দেয় তাহলে দেশটির অর্থনীতি পুরোপুরি ভেঙে যাবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ‘আমরা পুতিনের ক্ষতি করতে গিয়ে নিজেদের ক্ষতি করছি কিনা’।

তিনি আরও বলেন, আমরা এমন কৌশল অনুসরণ করছি যেটি আমরা কয়েক সপ্তাহ চালিয়ে যেতে পারব না। সম্ভবত কয়েক বছর।

জার্মানির অর্থমন্ত্রী আরও জানান, যদি শুধুমাত্র আমার মনকে অনুসরণ করতে পারতাম, তাহলে এই মুহূর্তে সবকিছুর ওপর নিষেধাজ্ঞা থাকত। কিন্তু এ বিষয়টিও নিয়ে সন্দেহ আছে, নিষেধাজ্ঞা কি অল্প সময়ের জন্যও যুদ্ধ থামাতে পারবে।

সূত্র: সিএনএন