• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ২১ মার্চ, ২০২২

কৌশলগত শহর মারিউপোল দখল নিতে মরিয়া রাশিয়া

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
কৌশলগত শহর মারিউপোল দখল নিতে মরিয়া রাশিয়া
ছবি-সংগৃহিত।

হঠাৎ করে কৌশলগত শহর মারিউপোল দখল নিতে মরিয়া রাশিয়া। কি আছে এ শহরে।  ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার পরিকল্পনা নিয়ে ইউক্রেন হামলা করে রাশিয়া।

তবে তাদের এ পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ফলে কিয়েভের দিকে যে বহরটি অগ্রসর হচ্ছিল সেটি থেমে যায়।

কিন্তু থেমে থাকেনি রাশিয়া। তারা গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলের দখল নিতে মরিয়া হয়ে ওঠে। আর এর দখল নিতে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা।

রাশিয়া কেন মারিউপোলের দখল নিতে এত মরিয়া হয়ে ওঠেছে?

এর কারণ বিশ্লেষণ করেছেন যুক্তরাজ্যের জয়েন্ট ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল স্যার রিচার্ড ব্যারনস।

বিবিসি ফোরকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান, রাশিয়া যদি মারিউপোলের দখল নিতে পারে, তাহলে রাশিয়া থেকে লুহানেস্ক ও দোনেস্ক হয়ে ক্রিমিয়ায় সরাসরি যোগাযোগের পথ স্থাপন করতে পারবে তারা।

এ বিষয়টি রাশিয়ার জন্য অনেক বড় একটি বিজয় হিসেবে বিবেচিত হবে।

রাশিয়া যদি ক্রিমিয়ায় সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে তাহলে আজভ সাগরের নিয়ন্ত্রণও রাশিয়ার অধীনে চলে আসবে।

আজভ সাগরের নিয়ন্ত্রণ নিতে পারলে ইউক্রেনকে সমূদ্র থেকে বিচ্ছিন্ন করে দিতে পারবে রাশিয়া।

তাছাড়া শহর হিসেবেও মারিউপোল অনেক গুরুত্বপূর্ণ। মারিউপোলে ৫০টিরও বেশি বাণিজ্যিক অবকাঠামো রয়েছে। এগুলোতে স্টিল উৎপাদন করা হয়।

সূত্র: বিবিসি

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!