খেরসন শহরে যে নিয়ম চালু করলো রাশিয়া

  • আপডেট: ০৭:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ৩৬

ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার সেনাদের হাতে। গণমাধ্যম বিবিসিকে খেরসনের একজন বাসিন্দা জানিয়েছেন, শহরে রাশিয়ার সেনারা নতুন নিয়ম জারি করেছেন।

বৃহস্পতিবার নিনা নামে একজন নারী বিবিসিকে রাশিয়ার আরোপ করা নিয়ম সম্পর্কে বলেন, আমাদের কিছু নিয়ম মেনে চলতে বলা হয়েছে। আমাদের স্থানীয় সরকারের সঙ্গে রাশিয়ার সেনাদের চুক্তি হয়েছে এই শহরের কেউ রাশিয়ার সেনাদের ওপর হামলা করবে না এবং তাদের উত্তেজিত করবে না।

তাছাড়া আমরা দলবদ্ধ হয়ে চলতে পারব না। আমরা দ্রুত গাড়ি চালাতে পারব না। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে যেন রাশিয়ার সেনারা গাড়িতে তল্লাশি চালাতে চাইলেই তা পারে। তাছাড়া কাউকে কোনোভাবে উত্তেজিত করা যাবে না।

নিনা আরও বলেন, এখন শহর অনেক শান্ত আছে। গতকালও শান্ত ছিল। এর আগে এখানে যুদ্ধ ও গোলাবর্ষণ হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল কেউ তাদের বাসা থেকে বের হয়নি। কারণ এটি খুবই বিপজ্জনক ছিল। কিন্তু আজ মানুষ বাইরে যাচ্ছে। নিজেদের জন্য খাবার কেনার চেষ্টা করছে। আমরা আশা করি এসব সমস্যার সমাধান দ্রুত হবে। সকল সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে। সকল সাধারণ মানুষ লড়াইয়ের বিরুদ্ধে। কিন্তু আমাদের করার কিছু নেই।

সূত্র: বিবিসি

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

খেরসন শহরে যে নিয়ম চালু করলো রাশিয়া

আপডেট: ০৭:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার সেনাদের হাতে। গণমাধ্যম বিবিসিকে খেরসনের একজন বাসিন্দা জানিয়েছেন, শহরে রাশিয়ার সেনারা নতুন নিয়ম জারি করেছেন।

বৃহস্পতিবার নিনা নামে একজন নারী বিবিসিকে রাশিয়ার আরোপ করা নিয়ম সম্পর্কে বলেন, আমাদের কিছু নিয়ম মেনে চলতে বলা হয়েছে। আমাদের স্থানীয় সরকারের সঙ্গে রাশিয়ার সেনাদের চুক্তি হয়েছে এই শহরের কেউ রাশিয়ার সেনাদের ওপর হামলা করবে না এবং তাদের উত্তেজিত করবে না।

তাছাড়া আমরা দলবদ্ধ হয়ে চলতে পারব না। আমরা দ্রুত গাড়ি চালাতে পারব না। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে যেন রাশিয়ার সেনারা গাড়িতে তল্লাশি চালাতে চাইলেই তা পারে। তাছাড়া কাউকে কোনোভাবে উত্তেজিত করা যাবে না।

নিনা আরও বলেন, এখন শহর অনেক শান্ত আছে। গতকালও শান্ত ছিল। এর আগে এখানে যুদ্ধ ও গোলাবর্ষণ হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল কেউ তাদের বাসা থেকে বের হয়নি। কারণ এটি খুবই বিপজ্জনক ছিল। কিন্তু আজ মানুষ বাইরে যাচ্ছে। নিজেদের জন্য খাবার কেনার চেষ্টা করছে। আমরা আশা করি এসব সমস্যার সমাধান দ্রুত হবে। সকল সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে। সকল সাধারণ মানুষ লড়াইয়ের বিরুদ্ধে। কিন্তু আমাদের করার কিছু নেই।

সূত্র: বিবিসি