আটলান্টি মহাসাগরে জ্বলছে কয়েক কোটি ডলারের বিলাসবহুল গাড়িবোঝাই জাহাজ

  • আপডেট: ০১:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৫

আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিলাসবহুল গাড়িবোঝাই একটি নাবিকবিহীন জাহাজ জ্বলছে। জাহাজটিতে রয়েছে পোরসে, অডি ও ল্যাবোগিনির মতো দামি সব গাড়ি। খবর আরব নিউজের।

বিষয়টি প্রথমে পর্তুগালের নৌবাহিনীর চোখে পড়ে। পরে জাহাজটি থেকে এর ২২ নাবিককে উদ্ধার করা হয়।

পর্তুগিজ নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার জোসে সউসা লুইস সংবাদ সংস্থা এপিকে এ তথ্য নিশ্চিত করেন।

জার্মানি থেকে ৩৯৬৫টি বিলাসবহুল গাড়ি নিয়ে ফেলিসিটি এস নামে বিশাল ওই কার্গো জাহাজটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল।

তবে কী কারণে এতে আগুন লাগে তা জানা যায়নি। জাপানের মিৎসুই ওএসকে লাইন নামে একটি প্রতিষ্ঠান জাহাজটি পরিচালনা করছে।

জাহাজের অগ্নিকাণ্ড সম্পর্কে মিৎসুই ওএসকে লাইন কিছুই জানে না বলে জানিয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

আটলান্টি মহাসাগরে জ্বলছে কয়েক কোটি ডলারের বিলাসবহুল গাড়িবোঝাই জাহাজ

আপডেট: ০১:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২

আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিলাসবহুল গাড়িবোঝাই একটি নাবিকবিহীন জাহাজ জ্বলছে। জাহাজটিতে রয়েছে পোরসে, অডি ও ল্যাবোগিনির মতো দামি সব গাড়ি। খবর আরব নিউজের।

বিষয়টি প্রথমে পর্তুগালের নৌবাহিনীর চোখে পড়ে। পরে জাহাজটি থেকে এর ২২ নাবিককে উদ্ধার করা হয়।

পর্তুগিজ নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার জোসে সউসা লুইস সংবাদ সংস্থা এপিকে এ তথ্য নিশ্চিত করেন।

জার্মানি থেকে ৩৯৬৫টি বিলাসবহুল গাড়ি নিয়ে ফেলিসিটি এস নামে বিশাল ওই কার্গো জাহাজটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল।

তবে কী কারণে এতে আগুন লাগে তা জানা যায়নি। জাপানের মিৎসুই ওএসকে লাইন নামে একটি প্রতিষ্ঠান জাহাজটি পরিচালনা করছে।

জাহাজের অগ্নিকাণ্ড সম্পর্কে মিৎসুই ওএসকে লাইন কিছুই জানে না বলে জানিয়েছে।