• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ১৯ জানুয়ারি, ২০২২

যুক্তরাষ্ট্রে করোনার তৃতীয় ঢেউ, ২৪ ঘন্টায় মৃত্যু দ্বিগুন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

কোভিড মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হওয়া দেশের নাম যুক্তরাষ্ট্র। ওমিক্রন ঢেউয়ে আবার নতুন করে দেশটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৭২০ জনের। আগের দিনের তুলনায় এই সংখ্যা দ্বিগুণের বেশি।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, আগেরদিন দেশটিতে করোনায় মৃত্যুবরণ করে ৭৩০ জন। তবে শেষ ২৪ ঘণ্টায় তা হয়ে যায় দ্বিগুণেরও বেশি। এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৭১৪ জন।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুবরণ করেছে ৮ লাখ ৭৭ হাজার ২৪০ মানুষ। আক্রান্ত হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২৪৭ জন।

আক্রান্ত শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন।

অন্যান্য দেশের তুলনায় আক্রান্ত কম হলেও শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এই সময়ে মারা গেছে ৬৮৮ জন। আক্রান্ত শনাক্ত হয়েছে ৩১ হাজার ২৫২ জন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!