• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ২ জানুয়ারি, ২০২২

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ। আজ (রবিবার) বিকালে ৫টা পর্যন্ত করদাতারা রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন।

যদিও নির্ধারিত নিয়মে রিটার্ন দাখিল করার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে করদাতাদের সুবিধার্থে বিশেষ বিবেচনায় আজ রিটার্ন দাখিল করার সুযোগ পাচ্ছেন।

গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সরকারি ছুটি দিন হওয়ায় এমন সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর হলেও ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর করেছিল প্রতিষ্ঠানটি।

দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। তবে এখন পর্যন্ত সাড়ে ২১ লাখ করদাতার রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর
error: Content is protected !!