২০২৩ সালে নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, দক্ষতা ও প্রায়োগিক জ্ঞান নির্ভর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ২০২৩ সালে নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম চালু হবে।
তিনি বলেন, প্রতিটি উপজেলায় ১টি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করবে সরকার। ১০০টির কাজ চলমান রয়েছে। বিভাগীয় পর্যায়ে হচ্ছে তৈরি হচ্ছে মহিলা পলিটেকনিক।