হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

  • আপডেট: ০৪:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
  • ৫৬

নিজস্ব প্রতিনিধি॥
হাজীগঞ্জের বাকিলা এলাকায় ট্রেনের ধাক্কায় নুসরাত (৩) নামের এক শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর লাকসাম রেলপথের হাজীগঞ্জের বাকিলা গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নূসরাত স্থানীয় গাজী বাড়ির মোঃ শাহজাহানের ছোট মেয়ে। নুসরাতরা ২ বোন ১ ভাই।
নুসরাতের বাড়ির জানান,বাড়ি লাগোয়া রেলপথ হওয়ার কারনে প্রায় সময় অন্য বাচ্ছাদের সাথে নূসরাত রেলপথে হাটতে বা খেলতে যেতো। তারই ধারাবাহিকতায় এদিন সবার অজান্তে সে রেলপথে একা একা চলে যায়। সে রেলপথে যাওয়ার কিছু পরে ট্রেন চলে আসে আর ট্রেনের ধাক্কায় মুখ ও মাথার একপাশে আঘাত পেয়ে রেলপথের পাশে পড়ে যায়। বিষয়টি পথচারী এক নারী দেখে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন নুসরাতকে উদ্ধার হাসপাতালের পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
এদিকে বিকেলে চাঁদপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রাসেদুল ও সোহাগ মিয়াজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে রাসেদুল জানান নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদানের বিষয়টি প্রকৃয়াধীন রয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

ফরিদগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

আপডেট: ০৪:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিনিধি॥
হাজীগঞ্জের বাকিলা এলাকায় ট্রেনের ধাক্কায় নুসরাত (৩) নামের এক শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর লাকসাম রেলপথের হাজীগঞ্জের বাকিলা গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নূসরাত স্থানীয় গাজী বাড়ির মোঃ শাহজাহানের ছোট মেয়ে। নুসরাতরা ২ বোন ১ ভাই।
নুসরাতের বাড়ির জানান,বাড়ি লাগোয়া রেলপথ হওয়ার কারনে প্রায় সময় অন্য বাচ্ছাদের সাথে নূসরাত রেলপথে হাটতে বা খেলতে যেতো। তারই ধারাবাহিকতায় এদিন সবার অজান্তে সে রেলপথে একা একা চলে যায়। সে রেলপথে যাওয়ার কিছু পরে ট্রেন চলে আসে আর ট্রেনের ধাক্কায় মুখ ও মাথার একপাশে আঘাত পেয়ে রেলপথের পাশে পড়ে যায়। বিষয়টি পথচারী এক নারী দেখে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন নুসরাতকে উদ্ধার হাসপাতালের পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
এদিকে বিকেলে চাঁদপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রাসেদুল ও সোহাগ মিয়াজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে রাসেদুল জানান নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদানের বিষয়টি প্রকৃয়াধীন রয়েছে।