শাহরাস্তির  খিলাবাজার-মনিপুর-চিতোষী সড়কটির বেহাল দশা। দেখার কেউ নেই

  • আপডেট: ০৩:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
  • ৫৪
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তির খিলাবাজার ব্রীজের দক্ষিন  পাড় দিয়ে মনিপুর  হয়ে চিতোষী  সড়কটির বে হাল দশা।  যদিও সড়কটির চার ভাগের তিন ভাগ পাকা করনের কাজ সম্পূর্ণ  কিন্তু খিলাবাজার ব্রীজের দক্ষিন পাড়ের গোড়া হতে   পূর্ব দিকের সড়কটির কবির মাষ্টারের বাড়ি পর্যন্ত  কাদা আর কাদা।  প্রতিদিন স্কুল কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী আসা যাওয়া করে। হাট বজার অফিস আদালতে যাওয়া আসার রাস্তাটির বেহাল দশা, দেখার কেউ নেই।
এলাকাবাসী এ সড়কটির বেহাল দশার কারন হিসাবে জানায় ব্রীজের দক্ষিন পাড়ে হারুন সাহেবের ব্রীক ফিল্ড হতে আলোকদিয়া যাওয়ার পথে রাস্থার পাশে বালু ব্যাবসায়ীরা বালু রেখে কাঁচা রাস্তায় ইট বালু, মাটি কেরিং করে এক থেকে ২ ফুট পর্যন্ত কাঁদা হয়ে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী
Tag :
সর্বাধিক পঠিত

মেঘনায় ইলিশ ধরার সময় কৃষি ব্যাংকের এজিএমসহ ১৪ জেলে আটক

শাহরাস্তির  খিলাবাজার-মনিপুর-চিতোষী সড়কটির বেহাল দশা। দেখার কেউ নেই

আপডেট: ০৩:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তির খিলাবাজার ব্রীজের দক্ষিন  পাড় দিয়ে মনিপুর  হয়ে চিতোষী  সড়কটির বে হাল দশা।  যদিও সড়কটির চার ভাগের তিন ভাগ পাকা করনের কাজ সম্পূর্ণ  কিন্তু খিলাবাজার ব্রীজের দক্ষিন পাড়ের গোড়া হতে   পূর্ব দিকের সড়কটির কবির মাষ্টারের বাড়ি পর্যন্ত  কাদা আর কাদা।  প্রতিদিন স্কুল কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী আসা যাওয়া করে। হাট বজার অফিস আদালতে যাওয়া আসার রাস্তাটির বেহাল দশা, দেখার কেউ নেই।
এলাকাবাসী এ সড়কটির বেহাল দশার কারন হিসাবে জানায় ব্রীজের দক্ষিন পাড়ে হারুন সাহেবের ব্রীক ফিল্ড হতে আলোকদিয়া যাওয়ার পথে রাস্থার পাশে বালু ব্যাবসায়ীরা বালু রেখে কাঁচা রাস্তায় ইট বালু, মাটি কেরিং করে এক থেকে ২ ফুট পর্যন্ত কাঁদা হয়ে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী