হাজীগঞ্জের রিক্সা চালক রাসেলের মরদেহ কচুয়ায় পুকুর থেকে উদ্ধার

  • আপডেট: ০৯:৫৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • ০ Views

সাইফুল ইসলাম সুমন ॥

কচুয়ায় ভাসমান অবস্থায় রাসেল হোসেন (৩৫) নামের এক রিকসা চালকের লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী প্রধানীয়া বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাসেল পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার মৈশামুড়া গ্রামের মো. ইউসুফের ছেলে। সে দীর্ঘদিন ধরে স্ত্রীসহ কচুয়ার বলরা গ্রামে ভাড়া থাকতো।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চাপাতলী প্রধানীয়া বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ ও তার চালিত রিকসা পানি থেকে উদ্ধার করে। সে পেশায় একজন রিকসাচালক। দীর্ঘদিন ধরে এ এলাকায় রিকসা চালাতো। তাছাড়া তার মৃগী রোগ রয়েছে বলেও জানায় এলাকাবাসী।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রিকসা চালক রাসেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

হাজীগঞ্জের রিক্সা চালক রাসেলের মরদেহ কচুয়ায় পুকুর থেকে উদ্ধার

আপডেট: ০৯:৫৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১

সাইফুল ইসলাম সুমন ॥

কচুয়ায় ভাসমান অবস্থায় রাসেল হোসেন (৩৫) নামের এক রিকসা চালকের লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী প্রধানীয়া বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাসেল পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার মৈশামুড়া গ্রামের মো. ইউসুফের ছেলে। সে দীর্ঘদিন ধরে স্ত্রীসহ কচুয়ার বলরা গ্রামে ভাড়া থাকতো।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চাপাতলী প্রধানীয়া বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ ও তার চালিত রিকসা পানি থেকে উদ্ধার করে। সে পেশায় একজন রিকসাচালক। দীর্ঘদিন ধরে এ এলাকায় রিকসা চালাতো। তাছাড়া তার মৃগী রোগ রয়েছে বলেও জানায় এলাকাবাসী।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রিকসা চালক রাসেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।