হাজীগঞ্জে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট: ০৮:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯
  • ৫৯

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদের উপ-নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেমের কাছ থেকে স্ব-স্ব প্রার্থীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, জহির আহমেদ, জাহাঙ্গীর হোসেন ও কাজী দুলাল।
উল্লেখ্য, আগামি ২৯ জুলাই হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত (১০ জুলাই, সকাল ৯টা থেকে বিকাল ৫টা) মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১১ জুলাই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৯ জুলাই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী আটক

হাজীগঞ্জে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট: ০৮:২১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদের উপ-নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেমের কাছ থেকে স্ব-স্ব প্রার্থীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, জহির আহমেদ, জাহাঙ্গীর হোসেন ও কাজী দুলাল।
উল্লেখ্য, আগামি ২৯ জুলাই হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত (১০ জুলাই, সকাল ৯টা থেকে বিকাল ৫টা) মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১১ জুলাই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৯ জুলাই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।