দক্ষিণপূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়ায় একটি বাসে আগুন লেগে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন শিশু। এই ঘটনায় দগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, স্থানীয় মঙ্গলবার বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের উত্তর মেসিডোনিয়ার মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্র মন্ত্রণালয়ের অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ গণমাধ্যমকে বলেন, বাসে আগুন লেগে কিংবা দুমড়েমুচড়ে যাওয়ার পর আগুন লেগে মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার ২টার দিকে এ দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে এবং অগ্নিদগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
সোফিয়ায় উত্তর মেসিডোনিয়া দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার নাগরিক।