কচুয়ায় বালুবাহী ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

  • আপডেট: ১২:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ৫২
কচুয়া প্রতিনিধি :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া বাজারের পাশে ভবানীপুরে বালীবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন হাজীগঞ্জ পৌরসভাধীন ১১ নম্বর ওয়ার্ডের আড়াখাল গ্রামের হারুনুর রশিদের ছেলে সিএনজিচালক সোহেল (৩৫) এবং একই উপজেলার মৈশামুড়া গ্রামের মিস্ত্রি বাড়ির সেকুল সরকার (৩২)। আহত রিপন হাজীগঞ্জের মৈশামূড়া গ্রামের শহীদের ছেলে।
প্রত্যক্ষদর্শী হান্নান জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লাগামী বালুবাহী একটি ট্রাক ও হাজীগঞ্জগামী সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্কুটারচালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর এক যাত্রী মারাত্মক আহত হয়েছেন। দুর্ঘটনার পরপর স্থানীয়রা সড়ক অবরোধ করেন।
কচুয়া থানা ওসি মো. মহিউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। আহত ব্যক্তি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। সেটি পুলিশের জিম্মায় খাজুরিয়া এলাকার একটি পাম্পে রাখা আছে।
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

তারিখবিহীন খাবার তৈরি, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কচুয়ায় বালুবাহী ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

আপডেট: ১২:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
কচুয়া প্রতিনিধি :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া বাজারের পাশে ভবানীপুরে বালীবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন হাজীগঞ্জ পৌরসভাধীন ১১ নম্বর ওয়ার্ডের আড়াখাল গ্রামের হারুনুর রশিদের ছেলে সিএনজিচালক সোহেল (৩৫) এবং একই উপজেলার মৈশামুড়া গ্রামের মিস্ত্রি বাড়ির সেকুল সরকার (৩২)। আহত রিপন হাজীগঞ্জের মৈশামূড়া গ্রামের শহীদের ছেলে।
প্রত্যক্ষদর্শী হান্নান জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লাগামী বালুবাহী একটি ট্রাক ও হাজীগঞ্জগামী সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্কুটারচালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর এক যাত্রী মারাত্মক আহত হয়েছেন। দুর্ঘটনার পরপর স্থানীয়রা সড়ক অবরোধ করেন।
কচুয়া থানা ওসি মো. মহিউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। আহত ব্যক্তি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। সেটি পুলিশের জিম্মায় খাজুরিয়া এলাকার একটি পাম্পে রাখা আছে।