শাহরাস্তিতে পশু ডাক্তারের অবহেলায় গরুর চিকিৎসা ব্যহত

  • আপডেট: ০৪:৪৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • ৭৭
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তিতে ডাক্তারের অবহেলায় গরুর চিকিৎসা ব্যহত। ঘটনার বিবরনে জানাযায় বৃহস্পতিবার আনুমানিক রাত দশটার দিকে  উপজেলার  রায়শ্রী(দঃ) ইউনিয়নের বেরকী  গ্রামের চৌধুরী বাড়ির মৃত আম্বর আলী এর পুত্র মোঃ আবু হনিফ (৫৫) এর গোয়াল ঘরে আগুন লেগে  গেলে শাহরাস্তির ফায়ার সার্ভিসের   লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ঐ ঘরে থাকা গাভী গরুটির  বাঁম পাশের ৪০ ভাগ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ঘটনাস্থলে আসে। গরুর এ অবস্থা দেখে উপজেলা প্রাণী সম্পদ অফিসের ডাক্তার রুহুল আমিন কে খবর দিলে তিনি  আসেন নাই। উপরোক্ত তথ্য গুলো এ প্রতিনিধিকে জানিয়েছেন খিলাবাজার পুলিশ ফাঁড়ির এ এস আই সোয়েব আখ।  তিনি আরও জানান আমি বলছি আমি গাড়ি পাঠাবো? তিনি বল্লেন লাগবে না। পরে তিনি  উপজেলা প্রাণী সম্পদ  কর্মকর্তাকে ডাঃ দুলাল চন্দ্র ঘোষ এসে   গরুর চিকিৎসা সেবা দিয়েছেন।
স্থানীয় লোক জন জানান গত কোরবানির ঈদের সময় একই ইউনিয়নের প্রশন্নপুর গ্রামের মোঃ সালাউদ্দীন  এর  প্রায় লক্ষ টাকা মূল্যের গরু অসুস্থ হলে ডাঃ রুহুল আমিন কে খবর দিলে তিনি আসি,  আসি আসতেছি বলে পরের দিন এসে গরু দেখার আদাঘন্টার মধ্যে মারা যায়। এলাকাবাসি তদন্ত সাপেক্ষে এ প্রাণী সম্পদ ডাঃ এর বিচার দাবী করছেন।
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে পশু ডাক্তারের অবহেলায় গরুর চিকিৎসা ব্যহত

আপডেট: ০৪:৪৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তিতে ডাক্তারের অবহেলায় গরুর চিকিৎসা ব্যহত। ঘটনার বিবরনে জানাযায় বৃহস্পতিবার আনুমানিক রাত দশটার দিকে  উপজেলার  রায়শ্রী(দঃ) ইউনিয়নের বেরকী  গ্রামের চৌধুরী বাড়ির মৃত আম্বর আলী এর পুত্র মোঃ আবু হনিফ (৫৫) এর গোয়াল ঘরে আগুন লেগে  গেলে শাহরাস্তির ফায়ার সার্ভিসের   লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ঐ ঘরে থাকা গাভী গরুটির  বাঁম পাশের ৪০ ভাগ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ঘটনাস্থলে আসে। গরুর এ অবস্থা দেখে উপজেলা প্রাণী সম্পদ অফিসের ডাক্তার রুহুল আমিন কে খবর দিলে তিনি  আসেন নাই। উপরোক্ত তথ্য গুলো এ প্রতিনিধিকে জানিয়েছেন খিলাবাজার পুলিশ ফাঁড়ির এ এস আই সোয়েব আখ।  তিনি আরও জানান আমি বলছি আমি গাড়ি পাঠাবো? তিনি বল্লেন লাগবে না। পরে তিনি  উপজেলা প্রাণী সম্পদ  কর্মকর্তাকে ডাঃ দুলাল চন্দ্র ঘোষ এসে   গরুর চিকিৎসা সেবা দিয়েছেন।
স্থানীয় লোক জন জানান গত কোরবানির ঈদের সময় একই ইউনিয়নের প্রশন্নপুর গ্রামের মোঃ সালাউদ্দীন  এর  প্রায় লক্ষ টাকা মূল্যের গরু অসুস্থ হলে ডাঃ রুহুল আমিন কে খবর দিলে তিনি আসি,  আসি আসতেছি বলে পরের দিন এসে গরু দেখার আদাঘন্টার মধ্যে মারা যায়। এলাকাবাসি তদন্ত সাপেক্ষে এ প্রাণী সম্পদ ডাঃ এর বিচার দাবী করছেন।