যুক্তরাজ্যে হাসপাতালের বাইরে বিস্ফোরণে নিহত এক

  • আপডেট: ১১:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ৩৫

যুক্তরাজ্যের একটি হাসপাতালের বাইরে গাড়িতে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ির চালক। ইউরোপের এই দেশটির উত্তরাঞ্চলীয় শহর লিভারপুলে রবিবার (১৪ নভেম্বর) এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে বিস্ফোরণের পর এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবাদী আইনে কেনসিংটন এলাকা থেকে তিনজনকে আটক করেছে কাউন্টার-টেররিজম কর্মকর্তারা।

আজ (সোমবার, ১৫ নভেম্বর) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রবিবার হাসপাতালের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণের পর ঘটনাস্থলেই গাড়ির পুরুষ এক যাত্রী নিহত হন। এছাড়া আহত অবস্থায় গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ওই চালকের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। যুক্তরাজ্যের কাউন্টার-টেররিজম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বিস্ফোরণের এই ঘটনাটি তদন্ত করছেন এবং সেখানে আসলে ঠিক ঘিটেছিল; সেটি জানার চেষ্টা করছেন। এদিকে বিস্ফোরণে হতাহতদের বিষয়ে সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া এই ঘটনার সব খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। যুক্তরাজ্যের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বয়স যথাক্রমে- ২৯, ২৬ এবং ২১ বছর। লিভারপুলের কেনসিংটন এলাকা থেকে তাদের আটক করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

যুক্তরাজ্যে হাসপাতালের বাইরে বিস্ফোরণে নিহত এক

আপডেট: ১১:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

যুক্তরাজ্যের একটি হাসপাতালের বাইরে গাড়িতে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ির চালক। ইউরোপের এই দেশটির উত্তরাঞ্চলীয় শহর লিভারপুলে রবিবার (১৪ নভেম্বর) এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে বিস্ফোরণের পর এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবাদী আইনে কেনসিংটন এলাকা থেকে তিনজনকে আটক করেছে কাউন্টার-টেররিজম কর্মকর্তারা।

আজ (সোমবার, ১৫ নভেম্বর) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রবিবার হাসপাতালের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণের পর ঘটনাস্থলেই গাড়ির পুরুষ এক যাত্রী নিহত হন। এছাড়া আহত অবস্থায় গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ওই চালকের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। যুক্তরাজ্যের কাউন্টার-টেররিজম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তারা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বিস্ফোরণের এই ঘটনাটি তদন্ত করছেন এবং সেখানে আসলে ঠিক ঘিটেছিল; সেটি জানার চেষ্টা করছেন। এদিকে বিস্ফোরণে হতাহতদের বিষয়ে সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া এই ঘটনার সব খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। যুক্তরাজ্যের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বয়স যথাক্রমে- ২৯, ২৬ এবং ২১ বছর। লিভারপুলের কেনসিংটন এলাকা থেকে তাদের আটক করা হয়।