মতলবে স্বতন্ত্র প্রার্থীর মাথা ফাটিয়ে দিল নৌকা সমর্থিত কর্মীরা

  • আপডেট: ০৭:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ৩৪

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারীর মাথা ফাটিয়ে দিয়েছে নৌকা সমর্থিত কর্মীরা।

রবিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে নির্বাচনি প্রচারের সময় উপজেলার সাহেব বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুরুল ইসলাম পাটোয়ারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নুরুল ইসলাম পাটোয়ারী তার প্রতীক আনারস মার্কায় প্রচারণা করতে গেলে হঠাৎ করে নৌকা সমর্থিত কর্মীরা এসে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে অতর্কিত হামলা করে। এসময় তার মাথার মাঝখানে আঘাত করলে গুরুতর আহত হন এবং ব্যাপক রক্তপাত হয়। একই সময় নুরুল ইসলাম পাটোয়ারীর কর্মী মুজাম্মেল হক এবং তার সাথে থাকা সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদলও বেশ আহত হন।

সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল বলেন, আমরা সাহেব বাজারে ব্রীজের ঢালে রাস্তার পাশে নির্বাচনী প্রচারণায় ছিলাম। হটাৎ করে কিছু সংখ্যক লোক এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমি ধাক্কা খেয়ে রাস্তার নিচে পড়ে যাই। কিন্তু চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারীকে পিছন থেকে দা দিয়ে কোপ দিলে মাথার মাঝখানে কেটে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে একটি দোকানে বসে থাকি সেখানে প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে আমাদেরকে।

পরে তার আত্মীয় স্বজন আসার পর তাকে হাসপাতালে নিয়ে আসি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে নৌকার প্রার্থী আজমল হোসেন চৌধুরী বলেন, গতকাল থেকেই ওই এলাকায় আমার কর্মীরা নির্বাচনি প্রচারণা করছে। আজকে ওখানে কি হয়েছে আমি জানি না।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

মতলবে স্বতন্ত্র প্রার্থীর মাথা ফাটিয়ে দিল নৌকা সমর্থিত কর্মীরা

আপডেট: ০৭:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারীর মাথা ফাটিয়ে দিয়েছে নৌকা সমর্থিত কর্মীরা।

রবিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে নির্বাচনি প্রচারের সময় উপজেলার সাহেব বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুরুল ইসলাম পাটোয়ারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নুরুল ইসলাম পাটোয়ারী তার প্রতীক আনারস মার্কায় প্রচারণা করতে গেলে হঠাৎ করে নৌকা সমর্থিত কর্মীরা এসে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে অতর্কিত হামলা করে। এসময় তার মাথার মাঝখানে আঘাত করলে গুরুতর আহত হন এবং ব্যাপক রক্তপাত হয়। একই সময় নুরুল ইসলাম পাটোয়ারীর কর্মী মুজাম্মেল হক এবং তার সাথে থাকা সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদলও বেশ আহত হন।

সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল বলেন, আমরা সাহেব বাজারে ব্রীজের ঢালে রাস্তার পাশে নির্বাচনী প্রচারণায় ছিলাম। হটাৎ করে কিছু সংখ্যক লোক এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমি ধাক্কা খেয়ে রাস্তার নিচে পড়ে যাই। কিন্তু চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারীকে পিছন থেকে দা দিয়ে কোপ দিলে মাথার মাঝখানে কেটে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে একটি দোকানে বসে থাকি সেখানে প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে আমাদেরকে।

পরে তার আত্মীয় স্বজন আসার পর তাকে হাসপাতালে নিয়ে আসি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে নৌকার প্রার্থী আজমল হোসেন চৌধুরী বলেন, গতকাল থেকেই ওই এলাকায় আমার কর্মীরা নির্বাচনি প্রচারণা করছে। আজকে ওখানে কি হয়েছে আমি জানি না।