• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৭ নভেম্বর, ২০২১

হাজীগঞ্জে বলাখাল জেএন উবি’র পরিচালনা পর্ষদ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
হাজীগঞ্জে বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

নিজস্ব প্রতিনিধি:

হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সংগ্রহকৃত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

শনিবার দুপুরে অধ্যক্ষের অফিস কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে সিলগালাকৃত মনোনয়নপত্র খোলা এবং যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি।

অভিভাবক সদস্য পদে প্রার্থীরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, শাহীন হোসেন, ওমর ফারুক মুন্সী, তপন কুমার পাল, সাখাওয়াত হোসেন ও লিটন পাটওয়ারী, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে হাছিনা বেগম।

শিক্ষক প্রতিনিধি পদে ইমাম হোসেন, রঞ্জিত চন্দ্র পাল, মোখলেছুর রহমান ও মঈনুল হোসেন, সংরক্ষিত নারী শিক্ষক পদে উম্মে সালমা।

এ ছাড়াও দাতা সদস্য পদে ধীরেন্দ্র রায় চৌধুরী মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামি ৯ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর
error: Content is protected !!