• ঢাকা
  • সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ২৫ অক্টোবর, ২০২১

জনপ্রিয় তেলেগু অভিনেতা রাজাবাবু আর নেই

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ভারতের তেলেগু সিনেমার প্রবীণ অভিনেতা রাজা বাবু মারা গেছেন। রোববার (২৪ অক্টোবর) ৬৪ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি। বয়সজনিত নানা রোগে ভুগছিলেন এই অভিনেতা। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

ভারতের অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় ১৯৫৭ সালের ১৩ জুন জন্মগ্রহণ করেন রাজা বাবু। ছোটবেলায়ই অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেন তিনি। থিয়েটারের মাধ‌্যমে অভিনয়ের হাতেখড়ি রাজা বাবুর। শিশুশিল্পী হিসেবে ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে মঞ্চনাটকে অভিনয় করেন। ১৯৮১ সালে চলচ্চিত্রে পা রাখেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ওরুকি মোনাগাডু’।

৬৪টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজা বাবু। তার অভিনীত উল্লেখযোগ‌্য চলচ্চিত্র হলো—‘সিন্ধুরাম’, ‘সমুদ্রাম’, ‘আদাভারি মাতালাকু আর্থালি ভেরুলি’, ‘মুরারি’, ‘শ্রীকরাম’, ‘মালি রাভা’, ‘ভারত আনে নেনু’ প্রভৃতি। এছাড়া অনেক দর্শকপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!