পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। আমদানি-রফতানি বন্ধের পাশাপাশি বন্দর অভ্যন্তরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বলেন, বুধবার সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে আসতে পারবে।