মিয়ানমারে সাড়ে ৫ হাজার বন্দিকে মুক্তির ঘোষণা জান্তাপ্রধানের

  • আপডেট: ০৪:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ৩৮

মিয়ানমারে প্রায় ৫ হাজার ৬৩৬ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির জান্তাপ্রধান মিন অং হ্লাইং।

সোমবার (১৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে নেয়, তার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভ থেকে গ্রেফতার করে হাজার হাজার মানুষকে জেলে পাঠানো হয়। জেলে থাকা এমন পাঁচ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হবে। তাডিংইয়ুত উৎসব উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান।

তবে এ মাসের শেষ দিকে বন্দিদের মুক্তি দেওয়া হবে জানালেও তালিকায় কাদের নাম রয়েছে এবং কীভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের ৩৮ ও ৩৯তম শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এতে প্রতিনিধিত্ব করতে পারবেন না মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। তার পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করবেন। সংস্থাটির এ ঘোষণার পর বন্দিদের মুক্তি দেওয়ার এ ঘোষণা এলো।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

মিয়ানমারে সাড়ে ৫ হাজার বন্দিকে মুক্তির ঘোষণা জান্তাপ্রধানের

আপডেট: ০৪:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

মিয়ানমারে প্রায় ৫ হাজার ৬৩৬ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির জান্তাপ্রধান মিন অং হ্লাইং।

সোমবার (১৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে নেয়, তার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভ থেকে গ্রেফতার করে হাজার হাজার মানুষকে জেলে পাঠানো হয়। জেলে থাকা এমন পাঁচ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হবে। তাডিংইয়ুত উৎসব উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান।

তবে এ মাসের শেষ দিকে বন্দিদের মুক্তি দেওয়া হবে জানালেও তালিকায় কাদের নাম রয়েছে এবং কীভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের ৩৮ ও ৩৯তম শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এতে প্রতিনিধিত্ব করতে পারবেন না মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। তার পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করবেন। সংস্থাটির এ ঘোষণার পর বন্দিদের মুক্তি দেওয়ার এ ঘোষণা এলো।