আইসোলেশনে মৃত হাজীগঞ্জের নুরুল আমিনের মরদেহ পড়ে রইলো ১৬ ঘন্টা

  • আপডেট: ০২:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
  • ৪৩

ফাইল ছবি।

চাঁদপুর সদর থেকে স্টাফ রিপোর্টার:
করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর আইসোলেশনে ভর্তি হওয়া হাজীগঞ্জ উপজেলার মৃত নুরুল আমিন (৪৫) এর মরদেহ মৃত্যুর ১৬ ঘন্টা পরে উদ্ধার করে বাড়িতে নিয়েগেছেন দাফন কাজে সংশ্লিষ্ট ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী টীম। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর পৌঁনে ২টার দিকে তার মরদেহ আইসোলেশন থেকে স্বেচ্ছাসেবী টীম নিয়ে আসেন। দীর্ঘ ১৬ঘন্টা মরদেহ আইসোলেশনে পড়ে থাকলেও এগিয়ে আসেননি আত্মীয় স্বজনরা। করোনা আক্রান্ত সন্দেহ এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানাগেছে।
 
মৃত নুরুল আমিন হাজীগঞ্জ পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের বলাখাল বাজার সংলগ্ন নেংটা বাড়ির বাসিন্দা। তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে। আপন এক ভাই আছে তিনি ঢাকায় থাকেন।
নিহতের চাচাত ভাই আব্দুল হান্নান জানান, নুরুল আমিন আমার চাচা হন। আজ সকালে মৃত্যুর সংবাদ জেনেছেন। এখন সকলের সাথে যোগাযোগ করে দাফনের ব্যবস্থা করবেন।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, নুরুল আমিন গত দু’বছর অসুস্থ ছিলেন। গত ৬ মাস তার অসুস্থ্যতা আরো বেড়ে যায়। তার দু’টি কিডনি ডেমেজ ও ডায়াবেটিস ১৯ এর উপরেছিলো।
 
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, বুধবার দিনগত রাত নুরুল আমিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসলে আইসোলেশন ইউনিটে ভর্তি দেয়া হয়। সেখানে তিনি রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন। সকালে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ দাফনের জন্য দুপুরে মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন সম্পন্ন হবে।
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

আইসোলেশনে মৃত হাজীগঞ্জের নুরুল আমিনের মরদেহ পড়ে রইলো ১৬ ঘন্টা

আপডেট: ০২:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
চাঁদপুর সদর থেকে স্টাফ রিপোর্টার:
করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর আইসোলেশনে ভর্তি হওয়া হাজীগঞ্জ উপজেলার মৃত নুরুল আমিন (৪৫) এর মরদেহ মৃত্যুর ১৬ ঘন্টা পরে উদ্ধার করে বাড়িতে নিয়েগেছেন দাফন কাজে সংশ্লিষ্ট ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী টীম। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর পৌঁনে ২টার দিকে তার মরদেহ আইসোলেশন থেকে স্বেচ্ছাসেবী টীম নিয়ে আসেন। দীর্ঘ ১৬ঘন্টা মরদেহ আইসোলেশনে পড়ে থাকলেও এগিয়ে আসেননি আত্মীয় স্বজনরা। করোনা আক্রান্ত সন্দেহ এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানাগেছে।
 
মৃত নুরুল আমিন হাজীগঞ্জ পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের বলাখাল বাজার সংলগ্ন নেংটা বাড়ির বাসিন্দা। তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে। আপন এক ভাই আছে তিনি ঢাকায় থাকেন।
নিহতের চাচাত ভাই আব্দুল হান্নান জানান, নুরুল আমিন আমার চাচা হন। আজ সকালে মৃত্যুর সংবাদ জেনেছেন। এখন সকলের সাথে যোগাযোগ করে দাফনের ব্যবস্থা করবেন।
আরো পড়ুন; চাঁদপুর আইসোলেশনে বলাখালের নুরুল আমিনের মৃত্যু
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, নুরুল আমিন গত দু’বছর অসুস্থ ছিলেন। গত ৬ মাস তার অসুস্থ্যতা আরো বেড়ে যায়। তার দু’টি কিডনি ডেমেজ ও ডায়াবেটিস ১৯ এর উপরেছিলো।
 
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, বুধবার দিনগত রাত নুরুল আমিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসলে আইসোলেশন ইউনিটে ভর্তি দেয়া হয়। সেখানে তিনি রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন। সকালে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ দাফনের জন্য দুপুরে মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন সম্পন্ন হবে।