শাহরাস্তিতে ৩ হাজার ২ শত ইয়াবা ও নগদ টাকা সহ মহিলা গ্রেফতার 

  • আপডেট: ১০:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • ৮৪

dav

হাবিবুর রহমান:

 বুধবার রাত সাড়ে ১১টার দিকে শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত ছকুুন আলীর স্ত্রী রাফিয়া বেগম (৬০) কে  ৩ হাজার ২ শত  পিজ ইয়াবা, ইয়াবা বিক্রি করা ( ৪২, ৫০০,) বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা  সহ আটক করেছে পুলিশ।

পুলিশ জানায় ৩ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি গেইট দোয়া ভাঙ্গায় ডিউটি করাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম এল এল বি এর নির্দেশে   এস আই হাবিবুর রহমান,এ এস আই ওমর ফারক,   এ, এস আই রাসেল রানা,  এ এস  আই, শাহজালাল ও সংগীয় ফোর্স সহ হোসেনপুর ছৈয়াল বাড়ির ছকুন আলীর বসত ঘরে তল্লাশি করে   উপরোক্ত মালামাল উদ্ধার করে,  পুলিশের  উপস্থিতি টের পেয়ে   তার ছেলে মোঃ ইউছুফ(৩২) পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে  শাহরাস্তি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। শাহরাস্তি থানার মামলা নং ৪ তাং ৪/০৭/২০১৯। আসামীরা হচ্ছেন
ইউছুফ আলী(৩২) পিতা মৃত ছকুন আলী, রাফিয়া বেগম(৬০)স্বামী ছকুন আলী।
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে ৩ হাজার ২ শত ইয়াবা ও নগদ টাকা সহ মহিলা গ্রেফতার 

আপডেট: ১০:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯

হাবিবুর রহমান:

 বুধবার রাত সাড়ে ১১টার দিকে শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত ছকুুন আলীর স্ত্রী রাফিয়া বেগম (৬০) কে  ৩ হাজার ২ শত  পিজ ইয়াবা, ইয়াবা বিক্রি করা ( ৪২, ৫০০,) বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা  সহ আটক করেছে পুলিশ।

পুলিশ জানায় ৩ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি গেইট দোয়া ভাঙ্গায় ডিউটি করাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম এল এল বি এর নির্দেশে   এস আই হাবিবুর রহমান,এ এস আই ওমর ফারক,   এ, এস আই রাসেল রানা,  এ এস  আই, শাহজালাল ও সংগীয় ফোর্স সহ হোসেনপুর ছৈয়াল বাড়ির ছকুন আলীর বসত ঘরে তল্লাশি করে   উপরোক্ত মালামাল উদ্ধার করে,  পুলিশের  উপস্থিতি টের পেয়ে   তার ছেলে মোঃ ইউছুফ(৩২) পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে  শাহরাস্তি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। শাহরাস্তি থানার মামলা নং ৪ তাং ৪/০৭/২০১৯। আসামীরা হচ্ছেন
ইউছুফ আলী(৩২) পিতা মৃত ছকুন আলী, রাফিয়া বেগম(৬০)স্বামী ছকুন আলী।