রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের নতুন কমিটির অভিষেক

  • আপডেট: ০৩:২৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • ৬৭

গাজী মহিনউদ্দিন॥
রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের ২০১৯-২০২০ সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রোটারী ভবনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু করে মূল পর্বের পূর্বে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে ২০১৮-২০১৯ সালের রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটা. মো. জাফর আহমদ তার বক্তব্য উপস্থাপন করে ২০১৯-২০২০ সালের নবাগত প্রেসিডেন্ট আলহাজ¦ রোটা. আসফাকুল আলম চৌধুরীকে কলার পরিয়ে দেন একই সময়ে ২০১৯-২০২০ সালের সেক্রেটারী রোটা. ইমাম হোসাইন ইমনকে কলার পড়িয়ে দেন ২০১৮-২০১৯ সালের সেক্রেটারী প্রাণ কৃষ্ণ সাহা মনা। পরবর্তী সময়ে অতিথিবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া।
অভিষেক অনুষ্ঠানে রোটা. হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনি-২০২১-২২ মো. আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ, এমসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব. চাঁদপুরের ডিস্ট্রিক্ট এডিশনাল কো-অর্ডিনেটর (২০১৯-২০) রোটা. পিপি কাজী শাহাদাত এমসি, রোটারী ক্লাব অব. লক্ষীপুরের গভর্ণর স্পেশাল এইড. (২০১৯-২০) রোটা. পিপি. সালাহ্ উদ্দিন ভূইয়া পিএইচএফ, এমসি, স্বাধীনতা পদক প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, রোটা. পিপি ফজলুল বাবু প্রমূখ।

ক্যাপশান: রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের ১৫তম অভিষেক অনুষ্ঠানে রোটা. পিপি কাজী শাহাদাত এমসিকে ক্রেস্ট প্রদান করছেন প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনি-২০২১-২২ মো. আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ।

Tag :
সর্বাধিক পঠিত

‘ম্যানেজ করে’ এক সাথে দুই স্বামীর সংসার করছিলেন জান্নাতুল!

রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের নতুন কমিটির অভিষেক

আপডেট: ০৩:২৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯

গাজী মহিনউদ্দিন॥
রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের ২০১৯-২০২০ সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রোটারী ভবনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু করে মূল পর্বের পূর্বে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে ২০১৮-২০১৯ সালের রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটা. মো. জাফর আহমদ তার বক্তব্য উপস্থাপন করে ২০১৯-২০২০ সালের নবাগত প্রেসিডেন্ট আলহাজ¦ রোটা. আসফাকুল আলম চৌধুরীকে কলার পরিয়ে দেন একই সময়ে ২০১৯-২০২০ সালের সেক্রেটারী রোটা. ইমাম হোসাইন ইমনকে কলার পড়িয়ে দেন ২০১৮-২০১৯ সালের সেক্রেটারী প্রাণ কৃষ্ণ সাহা মনা। পরবর্তী সময়ে অতিথিবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া।
অভিষেক অনুষ্ঠানে রোটা. হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনি-২০২১-২২ মো. আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ, এমসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব. চাঁদপুরের ডিস্ট্রিক্ট এডিশনাল কো-অর্ডিনেটর (২০১৯-২০) রোটা. পিপি কাজী শাহাদাত এমসি, রোটারী ক্লাব অব. লক্ষীপুরের গভর্ণর স্পেশাল এইড. (২০১৯-২০) রোটা. পিপি. সালাহ্ উদ্দিন ভূইয়া পিএইচএফ, এমসি, স্বাধীনতা পদক প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, রোটা. পিপি ফজলুল বাবু প্রমূখ।

ক্যাপশান: রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের ১৫তম অভিষেক অনুষ্ঠানে রোটা. পিপি কাজী শাহাদাত এমসিকে ক্রেস্ট প্রদান করছেন প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনি-২০২১-২২ মো. আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ।