হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতী

  • আপডেট: ০৩:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ৮৬

আল আমিন॥
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে ২ দিনের (১-২ জুলাই) কর্মবিরতী পালন করছে হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার প্রথম দিনের কর্মবিরতী পালন করে পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
হাজীগঞ্জ পৌরসভা কর্মচারী সংসদের ব্যানারে আয়োজিত কর্মবিরতীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের জেলা সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভার কর নির্ধারক আবু ইউসুফ। সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
তারা বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমবায় অধিদপ্তরসহ স্থানীয় সরকারের আওতাধীন অন্যান্য সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি তহবিল থেকে পেনশনসহ বেতন-ভাতা সুবিধা প্রদান করা হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বঞ্চিত। যার ফলে কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
নেতৃবৃন্দ জানান, সংবিধান অনুযায়ী সরকারের ৫টি নির্বাহী বিভাগের মধ্যে অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পেলেও স্থানীয় সরকারের আওতাধীন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পায় না। সরকারের এই দ্বৈত নীতি পরিহার করে অবিলম্বে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা রাজস্ব তহবিল থেকে দেওয়ার দাবি জানান তারা। এ সময় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীগন অংশ গ্রহন করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতী

আপডেট: ০৩:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯

আল আমিন॥
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে ২ দিনের (১-২ জুলাই) কর্মবিরতী পালন করছে হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার প্রথম দিনের কর্মবিরতী পালন করে পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
হাজীগঞ্জ পৌরসভা কর্মচারী সংসদের ব্যানারে আয়োজিত কর্মবিরতীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের জেলা সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভার কর নির্ধারক আবু ইউসুফ। সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
তারা বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমবায় অধিদপ্তরসহ স্থানীয় সরকারের আওতাধীন অন্যান্য সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি তহবিল থেকে পেনশনসহ বেতন-ভাতা সুবিধা প্রদান করা হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বঞ্চিত। যার ফলে কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
নেতৃবৃন্দ জানান, সংবিধান অনুযায়ী সরকারের ৫টি নির্বাহী বিভাগের মধ্যে অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পেলেও স্থানীয় সরকারের আওতাধীন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পায় না। সরকারের এই দ্বৈত নীতি পরিহার করে অবিলম্বে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা রাজস্ব তহবিল থেকে দেওয়ার দাবি জানান তারা। এ সময় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীগন অংশ গ্রহন করেন।