নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে তৌহিদুল ইসলাম নামের এক শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকালে পৌরসভাধীন হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রীজের দক্ষিণ পাড়ে রান্ধুনীমুড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত শিক্ষক তৌহিদুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার এস.আর.এম.এম উচ্চ বিদ্যালয়, কলেজের এন্ড কারিগরি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। ঘাতক পিকআপ যার নং ঢাকা মেট্রো -ট-২২-৬২৩২, হাজীগঞ্জ থানায় আটক আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জগামী সিএনজিকে পিছন থেকে ধাক্কা দেয় ইটবাহী পিকআপ ট্রাকটি। এতে ঘটনাস্থলে নিহত হন শিক্ষক তৌহিদুল ইসলাম এবং সিএনজি চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
শিক্ষক নিহতের খবর রামগঞ্জ উপজেলার এস.আর.এম.এম উচ্চ বিদ্যালয়, কলেজের এন্ড কারিগরি স্কুলে পৌঁছলে স্কুলের পরীক্ষা বন্ধ রেখে শিক্ষার্থীরা হাজীগঞ্জ থানায় এসে দোষী ড্রাইভারের ফাঁসি চেয়ে বিক্ষোভ করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, নিহতের মরদেহ এবং দূর্ঘটনা কবলিত সিনজি ও পিকআপ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।