অনলাইন ডেস্ক:
করোনা ভাইরাস মোকাবেলায় মক্কা ও মদিনার বিভিন্ন মসজিদ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল সৌদি আরব। তবে খুব শীঘ্রই মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ খুলে দিচ্ছে দেশটির সরকার।
গতকাল মঙ্গলবার স্ন্যাপচ্যাটের সরকারি অফিসিয়াল অ্যাকাউন্টে এক ভিডিওর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সৌদি সরকারের মক্কা ও মদিনা বিষয়ক অধিদপ্তরের প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের খতিব শাইখ ড. আবদুর রহমান সুদাইস।
তিনি বলেন, আল্লাহর হুকুমে খুব শিঘ্রই মুসল্লিদের জন্য মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে।
বিস্তারিত বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি, ইনশাআল্লাহ অচিরেই উম্মাহর মাথার ওপর থেকে কালো মেঘের ঘনঘটা বিদায় নেবে। আমরা আবার মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তাওয়াফ ও সাঈ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দাঁড়িয়ে দরুদ পড়ে সালাম নিবেদন করতে পারব।
এদিকে আজই খুলে দেয়া হয়েছে দেশটির বিভিন্ন শপিং মল গুলো। তবে শপিং মল খুলতে হলে সবাইকে ১৩ টি নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে।
করোনা ভাইরাসের নিয়মিত পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী সৌদি আরবে এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১৫২ জন প্রাণ হারিয়েছে।