ইরান করোনামুক্ত না হওয়া পর্যন্ত পাশে থাকার ঘোষণা দিলো চীনের

  • আপডেট: ১০:০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
  • ৪৪

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে করমর্দন করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-ফাইল ছবি।

আন্তর্জাতিক ডেস্ক;

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে টেলিফোনে আলাপের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দিয়ে বলেছেন, তেহরান যতক্ষণ পর্যন্ত করোনাভাইরাসের ব্যাপারে জয়লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবে বেইজিং।

শি জিনপিং আরো বলেছেন, করোনাভাইরাস দূর না হওয়া পর্যন্ত ইরান ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সহযোগিতা করবে চীন। আমরা ইরানের পাশে আছি, অন্যান্য দেশেরও পাশে আছি এই মহামারি মোকাবেলার জন্য।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রের অবৈধ ও নিষ্ঠুর নিষেধাজ্ঞার ব্যাপারে চীনের অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেন, বর্তমানে সারাবিশ্ব যে পরিস্থিতিতে রয়েছে, তাতে সবার উচিত একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসা। এ সময় কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক নয়।

তিনি মনে করেন, শিগগিরই কোনো ধরনের নিষেধাজ্ঞাবিহীন পৃথিবী সবাই দেখবে। যুক্তরাষ্ট্রের বিপজ্জনক আচরণ উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে বলেও মনে করেন তিনি।

সূত্র : ইরনা

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

স্বামীর ঋণের টাকা নিয়ে ২ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধু

ইরান করোনামুক্ত না হওয়া পর্যন্ত পাশে থাকার ঘোষণা দিলো চীনের

আপডেট: ১০:০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

আন্তর্জাতিক ডেস্ক;

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে টেলিফোনে আলাপের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দিয়ে বলেছেন, তেহরান যতক্ষণ পর্যন্ত করোনাভাইরাসের ব্যাপারে জয়লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবে বেইজিং।

শি জিনপিং আরো বলেছেন, করোনাভাইরাস দূর না হওয়া পর্যন্ত ইরান ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সহযোগিতা করবে চীন। আমরা ইরানের পাশে আছি, অন্যান্য দেশেরও পাশে আছি এই মহামারি মোকাবেলার জন্য।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রের অবৈধ ও নিষ্ঠুর নিষেধাজ্ঞার ব্যাপারে চীনের অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেন, বর্তমানে সারাবিশ্ব যে পরিস্থিতিতে রয়েছে, তাতে সবার উচিত একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসা। এ সময় কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক নয়।

তিনি মনে করেন, শিগগিরই কোনো ধরনের নিষেধাজ্ঞাবিহীন পৃথিবী সবাই দেখবে। যুক্তরাষ্ট্রের বিপজ্জনক আচরণ উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে বলেও মনে করেন তিনি।

সূত্র : ইরনা