• ঢাকা
  • সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ২৩ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাস মহামারির মধ্যেই যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তুঙ্গে

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
মার্কিন রণতরী।ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারীর মধ্যেই যুক্তরাষ্ট্র আর ইরান উত্তেজনা বেড়েছে। যদি উভয় দেশই করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে।

পারস্য উপসাগরে ইরানকে হুমকি দিলে যুক্তরাষ্ট্রের রণতরীকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন দেশটির আইআরজিসির প্রধান হোসেন সালামি।

তিনি বলেন, যদি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী নিরাপত্তার জন্য হুমকি হয়, তাহলে এটি ধ্বংস করবে ইরান।খবর- আল আরাবিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির একদিন পরেই বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টিভিতে তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট টুইটারে বলেন, সমুদ্রে যদি ইরানের সব কিংবা কোনো একটি গানবোট যুক্তরাষ্ট্রের জাহাজকে হয়রানি করে, তবে তাদের সবকটিকে গুলি করে ধ্বংস করে দিতে আমি নির্দেশনা দিয়েছি।

তেহরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি বলেন, আমি আদেশ দিচ্ছি আমাদের নৌবাহিনীকে পারস্য উপসাগরে ইরানের সামরিক বা বেসামরিক জাহাজের নিরাপত্তার হুমকি দেয়া যে কোনো আমেরিকার সন্ত্রাসীদের ধ্বংস করতে।

পারস্য উপসাগরের নিরাপত্তা ইরানের কৌশলগত অগ্রাধিকারের একটি অংশ- বলেন তিনি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!