• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ১৮ এপ্রিল, ২০২০

ভারতে নৌবাহিনীর ২০ সদস্য করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মুম্বাইয়ের নৌঘাঁটিতে ২০ জন নৌসেনা করোনায় আক্রান্ত হয়েছেন। এএনআই সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ।

খবরে বলা হয়, আইএনএস আংরে বেসে প্রথম সংক্রমণের ঘটনাটি ঘটে। তাদের থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ওই সেনাকর্মীদের সংস্পর্শে কারা কারা এসেছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে।

ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬১৬। করোনায় মৃত্যু হয়েছে ৪৫২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৭৬৬ জন।

আরো পড়ুন; বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াল

দিন দিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে ভারতে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, নতুন করে করোনা সংক্রমণের হার কমছে। তাদের দাবি, ৪০ শতাংশ হারে কমেছে নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনা।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র চরম আশঙ্কার কথা জানিয়েছে। মে মাসের শুরুতেই সারা দেশে এ মারণ ভাইরাসের সংক্রমণ মাত্রা ছাড়াবে। আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি হবে মে মাসের প্রথম সপ্তাহেই।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!