ফ্রান্সের চার্লস ডি গলে রণতরীর ৬৬৮ নাবিক করোনায় আক্রান্ত

  • আপডেট: ০৮:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
  • ০ Views

আন্তর্জাতিক ডেস্ক:

সমুদ্রে টহলরত অবস্থায় চার্লস ডি গলে নামে ফ্রান্স সামরিক বাহিনীর একটি বিমানবাহী রণতরীর ছয় শতাধিক নাবিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আরো পড়ুন; বাকিলায় চুরি নয়, মধ্যবিত্তদের জন্য প্যাকেট করে নেয়া হচ্ছিল “প্রধানমন্ত্রীর উপহার”

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চার্লস ডি গলের এই রণতরীটি ইরাক ও সিরিয়ায় আইএসআইএস দমনে ন্যাটোর অনুশীলনের অংশ হিসেবে আটলান্টিকে অপারেশন কামালের মহড়ায় মোতায়েন করা হয়েছে। রণতরীটি ২ হাজারের মতো নাবিক ধারণ করে। তবে বর্তমানে এতে ১ হাজার ৭৬৭ জন নাবিক রয়েছেন। যাদের সবার করোনা পরীক্ষা করা হয়। সেখানে ৬৬৮ ক্রু সদস্যের দেহে কোভিড ১৯-এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩১ নাবিককে দেশটির টুলনে অবস্থিত সেন্ট আন্নে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এমন খবরের পর এখন রণতরীটিকে এসকর্ট দেয়া অন্যান্য নৌযানের ক্রুদেরও করোনা পরীক্ষা করা হচ্ছে।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

ফ্রান্সের চার্লস ডি গলে রণতরীর ৬৬৮ নাবিক করোনায় আক্রান্ত

আপডেট: ০৮:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

সমুদ্রে টহলরত অবস্থায় চার্লস ডি গলে নামে ফ্রান্স সামরিক বাহিনীর একটি বিমানবাহী রণতরীর ছয় শতাধিক নাবিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আরো পড়ুন; বাকিলায় চুরি নয়, মধ্যবিত্তদের জন্য প্যাকেট করে নেয়া হচ্ছিল “প্রধানমন্ত্রীর উপহার”

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চার্লস ডি গলের এই রণতরীটি ইরাক ও সিরিয়ায় আইএসআইএস দমনে ন্যাটোর অনুশীলনের অংশ হিসেবে আটলান্টিকে অপারেশন কামালের মহড়ায় মোতায়েন করা হয়েছে। রণতরীটি ২ হাজারের মতো নাবিক ধারণ করে। তবে বর্তমানে এতে ১ হাজার ৭৬৭ জন নাবিক রয়েছেন। যাদের সবার করোনা পরীক্ষা করা হয়। সেখানে ৬৬৮ ক্রু সদস্যের দেহে কোভিড ১৯-এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩১ নাবিককে দেশটির টুলনে অবস্থিত সেন্ট আন্নে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এমন খবরের পর এখন রণতরীটিকে এসকর্ট দেয়া অন্যান্য নৌযানের ক্রুদেরও করোনা পরীক্ষা করা হচ্ছে।